ফিরে এসো বন্ধু - অপ্রকাশিত কবিতাঃ ০৯২

                                                                            

কবিতা-০৯২ : ফিরে এসো বন্ধু

বন্ধু, হাফ গ্লাস পানি দেখে তুমি বললে, অর্ধেক গ্লাসই খালি, আমি বললাম, অর্ধেকটা ভরা।

দুটোই সত্য, দুটোই সঠিক।

তোমার না ও আমার হ্যাঁ-এর মধ্যে কোন পার্থক্য নেই।

যে দুঃখকে সহ্য করতে পারে না

সে সুখ বা আনন্দ কি তাও উপলব্ধি করতে পারে না।

 

সন্তানের মুখ দেখতে চাইলে প্রসব বেদনা সইতেই হয়। তুমি যেটাকে আলো নাই বলো আমি ওটাকে বলি অন্ধকার। রাত আছে বলেই দিন কি মানুষ বুঝতে পারে।

 

কখনো কখনো চর্মচোখ ও অন্তরের চোখ সমান্তরাল দেখে। কখনো দুই চোখ দুরকম। গভীর বনে আটকে পড়া মানুষটি দেখলো, তার কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই আগুনের ধুঁয়া দেখে নাবিকরা বুঝলো, বনে কেউ আটকা পড়েছে।

 

অতএব, ঘর পোড়াটা সত্য, কিন্তু ওটা তার জন্য অমঙ্গল হয়নি, ওটা ছিল তার মুক্তির দিকদর্শন। এভাবেই অমঙ্গল মঙ্গলে পরিনত হয়।

 

বন্ধু গযব কি তুমি জানো না। আল্লাহ বলেছেন, আমি তোমাকে ভয় দিয়ে, ক্ষুধা ও দারিদ্র দিয়ে, ফসলের হানি দিয়ে পরীক্ষা করবো? তোমাকে সাবধান করার জন্য পাঠাবো বন্যা, মহামারী, সাইক্লোন, ধ্বংস? এরই নাম গযব।

 

গযব বান্দার জন্য অমঙ্গল না ডেকে মঙ্গলও ডেকে আনতে পারে, যদি সে সাবধান হয়।

তুমি যে তোমার ছেলের গালে চড় মারলে তাতে কি ঘৃণা ছিল, না প্রেম?

বুঝলে, তেমনি গযবও আসে প্রেম থেকে।

 

বন্ধু, মনে রেখো, মানুষের ইচ্ছায়

জগত চলে না।

তাহলে গোলাম আযমের আগে শেখ মুজিবের মরণ হতো না।

মানুষই যদি সব পারতো তবে কবেই সাঈদীর ফাঁসি হয়ে যেতো। কিন্তু তা হয়নি।

 

সাঈদীর বন্দী দশা তার জন্য নিয়ে আসবে পুরস্কার আর যারা বন্দী করলো তাদের বাড়বে পাপ।

এভাবে পাপ বাড়িয়ে কাউকে বানানো হয় ফেরাউন আর অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত অসহায় ইবরাহীমকে বানিয়ে দেয়া হয় নবী।

 

মানুষের সীমাহীন ক্ষমতা তাকে পাপের অতল তলে তলিয়ে দেয়।

তুমি ভাল করেই জানো, মানুষ অনেক কিছুই পারেকিন্তু কোন মানুষই নিজের ইচ্ছায় দুনিয়ায় আসতে পারে না, নিজের ইচ্ছায় যেতেও পারে না।

 

সত্য হচ্ছে এটাই, মানুষ আসলে কিছুই পারে না। এমনকি নিজের ইচ্ছায় পেশাবও করতেপারে না মানুষ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এ জন্য তাকে অপেক্ষা করতে হয়।

 

তুমি কি মনে করো, কোন যুদ্ধ নয়, সংঘাত নয়, এই যে করোনায় বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, এটা একটা স্বাভাবিক ঘটনা?

এই যে মা বাপের লাশকে রেখে পালিয়ে যাচ্ছ সন্তান, এটা কোন মানবিক ব্যাপার?

নাকি আল্লাহ এসব বিপর্যয় রোধ করার ক্ষমতা রাখেন না?

কি মনে হয় তোমার?

তারপরও তুমি বলবে, করোনা কোন গযব নয়?

 

তবে যাও, পৃথিবীর সব অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো করোনার বিরুদ্ধে।

যার ব্যাপারে ফায়সালা হয়ে গেছেদেখি কেউ তাকে বাঁচাতে পারো কিনা?

 

পারবে না?

তবে তওবা করো, ফিরে এসো।

একদিন পাপ করেছো বলে ভয়ের কিছু নেই, আল্লাহ পরম ক্ষমাশীল। দয়ালু।

মুহাম্মদকে সা. হত্যা করতে আসা ওমরকেই তিনি বানান

মুসলিম বিশ্বের খলিফা।

এ জন্য বলি,

তওবা করো, ফিরে এসো বন্ধু।

১৫/০৫/২০২০ ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.