আমাকে ভয় দেখাতে এসো না - অপ্রকাশিত কবিতাঃ ২১৭

                                                                                                        

কবিতা-২১৭ : আমাকে ভয় দেখাতে এসো না

না, আমাকে ভয় দেখাতে এসো না।

ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টিই করা হয়নি।

আগুনের পাহাড় মাড়িয়ে এসেছি আমরা।

ঘুমিয়েছি বারুদপাথরে মাথা রেখে।

তুমি কি জানো না আমাদের পরিচয়?আমরা মিল্লাতা আবি কুম ইবরাহীম।

আগুন আমাদের কুর্ণিশ করে।

সাগর আমাদের রক্ষা করে জালিমের হাত থেকে। তুমি কি জানো না, নূহের জাহাজ আমাদের সাহসের মাস্তুল।

আমাদের সাথে লাগতে এসো না, ডুবে মরবে।

আমাদের পিছু ধাওয়া করলে নীলনদ ভাসিয়ে নেবে তোমাদের।

যদি গুম করো, শুনে রাখো,

যদি গুম করো, দেখবে, মাছের পেট ফেঁড়ে বেরিয়ে এসেছি আমরা।

জেল? কারাগার?

কেন, ক্ষমতা ভাল্লাগে না?

কয়েদী ইউসুফের হাতে ক্ষমতা

দেয়ার জন্য এতো ব্যস্ত হলে কেন?

কাকে ভয় দেখাও তুমি?

না, খবরদার। কক্ষণো

আমাকে ভয় দেখাতে আসবে না?

মুমীনকে অস্ত্র ও ক্ষমতার

ভয় দেখিয়ে লাভ নেই।

নাদান, বদরের প্রান্তরের কথা

এরই মাঝে ভুলে গেলে?

তবে কেন মৃত্যুর পেছনে ছুটছো?

ক্ষমতার দাপট দেখাতে এলে কি হয়, দেখোনি তুমি?

না, আমাকে ভয় দেখাতে এসো না।

আমরা মরি না।

যেদিন ভাববে আমি মরে গেছি, সেদিন থেকেই আমি হবো চিরঞ্জীব।

আমি পেয়ে যাবো বেহেশতী সওগাত।

শাহাদাত! সে তো আমাদের চির তামান্না।

রাজ্যের শিশুকে হত্যা করলেই কি মুসাকে নিঃশেষ করা যায়?

কাদেসিয়ার ময়দানে দেখোনি আমরা কিভাবে রক্তের ভেতর সাঁতার কাটি?

কিসের ভয় দেখাও?

ভুলে যেয়ো না, স্বৈরাচারী নমরুদের ভাগ্যে মরণও জোটে না।

তাকে মরতে হয় জুতার বাড়ি খেয়ে, মশার হাতে।

সম্পদ তোমাকে রক্ষা করবে না।

মনে রেখো, কারুণের ধন পিঁপড়ায় খায়।

আল্লাহর নাফরমানদের মরার জন্য শত্রু লাগে না।

পিতা মারা যায় পালিত পুত্রের হাতে।

সন্তানকে জবাই করে মা।

হায়রে অসভ্য সভ্যতা।

খবরদার। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি।

ফাঁসি দিয়ে যদি আদর্শ হত্যা করা যেতো তবে ইতিহাসের স্বৈরাচারদের করুণ পরিনতি হতো না।

বেশী বাড়াবাড়ি করো না।

না, আমাকে ভয় দেখাতে এসো না।

ভয় পাওয়ার জন্য আমাদের সৃষ্টিই করা হয়নি।

গুম, খুন, হত্যা, কারাগার কাউকে আমরা পরোয়া করি না।

জয়ে আমরা লাভবান হই, আর শাহাদাত আমাদের আজন্ম লালিত সাধনা। ভয় কি আমাদের?

২০/০৮/২০২২ - বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.