এটা কোন কবিতা নয় - অপ্রকাশিত কবিতাঃ ২১৮

                                                                                                        

কবিতা-২১৮ : এটা কোন কবিতা নয়

কবি অন্ধ, না তুমি অন্ধ?

নিজের চোখে যদি জ্যোতি না থাকে,

তবে সূর্যের আলোতে কি

আঁধার দূর হয়?

সাবান দিয়ে কি

অন্তরের ময়লা দূর করা যায়?

আমার খুব আফসোস হয়,

দুই চোখ বিশিষ্ট অন্ধদের জন্য।

এরা জন্মগত ভাবেই মিথ্যুক ও প্রতারক।

তারা অসৎ ও অসভ্য।

মানুষে মানুষে বিভেদ ও ঘৃণা ছড়ানোয় ওরা ওস্তাদ। আর

এভাবেই ও়়রা হয়ে যায়

মানবিকতার দুশমন।

সভ্যতার দুশমন।

বেহেড নাস্তিক।

ওরা বলে,

ধর্মে ধর্মে সংঘাতের কারণে

সভ্যতায় বিপর্যয় ঘটে।

আমি জানতে চাই,

কোন ধর্ম মন্দকে প্রশ্রয় দেয়?

কোন ধর্ম খুন, রাহাজানী করতে বলে?

কোন ধর্ম চুরি, ডাকাতি ও পাপকে প্রমোট করে?

তাহলে?

ধর্ম বলে,

প্রেম করো, ভালোবাসো,

সুন্দরের সাধনা করো।

মায়া ও মমতা দিয়ে

জড়াও সকল সৃষ্টিনিচয়।

ময়লাখেকো পোকারা

পবিত্রতা ভয় পায়।

অন্ধকার পিয়াসীরা আলোকে।

যারা সুন্দরকে ঘৃণা করে আমি কি ওদের কথায় আত্মাকে কলুষিত করবো?

অথচ অধিকাংশ মানুষ তাই করছে। হায়, বিবেকের দিকে আজ কেউ তাকায় না।

আমি আবারো বলছি,

মানুষের শত্রু ধর্ম নয়, লোভ।

যেখানে যা বললে লোভ চরিতার্থ হয়,

মানুষ তার আড়ালেই যুথবদ্ধ হয়।

এটা জাতীয়তা, ধর্ম, সম্প্রদায় কতকিছুই তো হতে পারে।

ধর্ম বিদ্বেষীরা শুধু অপকর্ম করার

সুবিধা আদায়ের জন্যই

ধর্মের বিরোধিতা করে।

তোমার বাড়িতে তুমি থাকবে,

আমার বাড়িতে আমি,

এখানে বিবাদের কি আছে?

কিন্তু তুমি যদি

আমার ক্ষেতের ফসল

জোর করে দখল করতে আসো, তখন আমি দেখবো না,

তুমি হিন্দু না মুসলমান।

অতএব আমাকে জ্ঞান দিতে এসো না।

আমি জানি,

ধর্মের বিরুদ্ধে ধর্ম দাঁড়ায় না

ধর্মের বিরুদ্ধে দাঁড়ায় নাস্তিক ও অধার্মিক।

২১/০৮/২০২২ - বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.