তুমি যে আমার প্রেরণা - অপ্রকাশিত কবিতাঃ ২১৬

                                                                                                        

কবিতা-২১৬ : তুমি যে আমার প্রেরণা

প্রতিদিন কত লেখা লেখি।

তারপর ছেড়ে দেই নেট দুনিয়ায়। বলি,

যারে যা চিঠি উইড়া যা

আমার সোনাবন্ধুর কাছে।

ভাবি, এইতো তুমি পড়ছো আমার কবিতা।

তারপর অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা....

 

তারপর আবার লেখা, আবার অপেক্ষা।

আবার লেখা, আবার অপেক্ষা।

এভাবেই চুল সাদা হলো।

কত কালবৈশাখী উড়ে গেল

মাথার ওপর দিয়ে।

গোধুলি ফুরায়ে গেল

প্রতি খরায় বন্যায়।

মানুষের কমেন্টের

বন্যা বয়ে গেল প্রেমনদীতে।

 

তোমার একটি কমেন্ট দেখার জন্য

কতবার যে সূর্য উদিত হলো।

বাতাস ফিসফিস করে বললো, এসেছে?

বিশ্বাস করো, তাদের কাউকে আমি বলতে পারিনি, আজ ঈদ এসেছিল।

 

আমি জানি,

আমার মৃত্যুর পর যে স্মরণসভা হবে,

সে স্মরণ সভার তুমিই হবে প্রধান অতিথি।

কারণ, তুমি না জানলেও জগত জানে,

তোমারচে আপন আমার কেউ ছিল না।

কখনো তোমাকে বানাবে সভাপতি,

কখনো প্রধান বক্তা।

 

সেদিন তোমার কমেন্টে মুহুর্মুহু হাততালি পড়বে,

লাইকের বন্যায় ভেসে যাবে হলঘর। তোমার কমেন্টই ভাইরাল হবে।

মানুষ তোমার কমেন্ট শুনে

চোখের জল মুছবে।

শুধু আমিই শুনতে পাবো না

সেই অমিয় বানী।

 

বেঁচে থাকতে একটি কমেন্টের জন্য লোকমা মুখে দিতে ভুলে যেতাম

যেই আমি, সেই আমারই কেবল

শোনা হবে না তোমার কমেন্ট।

তবু, তোমার জন্য আমি

কবিতা লিখেই যাবো।

যতকাল বেঁচে থাকি লিখে যাবো।

 

কেন?

তুমিই যে আমার প্রেরণা।

১০/০৮/২০২২ - বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.