চলে যাবো - অপ্রকাশিত কবিতাঃ ২৫০

                                                                                                              

কবিতা-২৫০ : চলে যাবো

চলে যাবো। সত্যি চলে যাবো।

চলে যাবো বলেইতো এসেছি।

না এলে যাবো কিভাবে?

এসে যখন পড়েছি তখন যাবোই।

 

পৃথিবী নামক স্টেশনে কেউ থাকার জন্য আসে না। আমিও না, তুমিও না।

আমরা সবাই চলে যাবো।

 

কখন যাবো? না, এ খবর কেউ জানে না।

তবে চলে যে যাবে সেটা সবাই জানে।

কোথায় যাবো? বাড়িতে।

স্থায়ী ডেরায়। যেখান থেকে কেউ ফিরে আসে না।

 

চাঁদ চলে যায়, আবার আসে।

সূর্য চলে যায়, আবার আসে।

বসন্ত চলে যায়, সেও ফিরে আসে।

ফেরে না কেবল মানুষ।

যারা বিনা টিকেটে যায়, তারা ধরা খায় মহাকালের হাতে।

টিকেট নিয়ে গেলে চিন্তা নেই।

 

তুমি টিকেট নিতে চাও?

কোরআনের কাছে যাও।

কোরআন তোমাকেও দেবে অনন্তে পাড়ি দেয়ার টিকেট।

তুমিও বাড়ি যেতে পারবে।

 

চলে যাবো। সত্যি চলে যাবো।

চলে যাবো বলেইতো এসেছি।

না এলে যাবো কিভাবে?

১০/০২/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.