সবই তোমার জন্য - অপ্রকাশিত কবিতাঃ ২৫১

                                                                                                               

কবিতা- ২৫১ : সবই তোমার জন্য

যা কিছু দেখছো সব তোমার জন্য।

ফুলের মৌ মৌ ঘ্রাণ তোমার জন্য,

রসালো ফলের মৌতাত তোমার জন্য,

বৃষ্টির পবিত্রতা তোমার জন্য,

আকাশের মেঘ তোমার জন্য,

অবারিত ফসলের সম্ভার তোমার জন্য।

 

তোমার জন্য পাহাড়, নদী, পাখির কূজন,

তোমার জন্য মোলায়েম জোসনা।

সূর্যালু দিন তোমার জন্য,

মৌমাছির গুঞ্জন তোমার জন্য,

সবুজ ঘাসের জাজিম সবই তোমার জন্য।

 

আফসোস, তবু তুমি শোকরগুজার হলে না।

তোমাকে যে শিহরণ সুখ দেয়া হলো

সে জন্য একবারও নতজানু হলে না।

তোমার ধমনীর রক্তকণিকা,

সুপেয় পানি, আর আজন্ম নিঃশ্বাস বায়ুর জন্য কৃতজ্ঞ হলে না অকৃতজ্ঞ বনি আদম।

 

প্রিয়জনের জন্য যে ভালবাসা আগলে রাখো, সে হৃদয় তোমাকে কে দিল?

 

তোমার জন্য মাটির সোহাগ

প্রজাপতির কারুকাজ

সর্ষে ফুলের হলুদ শাড়ি।

সবই তোমার জন্য,

তবু তুমি কৃতজ্ঞ হবে না?

১২/০২/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.