তারাঁ বেঁচে থাকেননি - অপ্রকাশিত কবিতাঃ ০১১
কবিতা-০১১ : তারাঁ
বেঁচে থাকেননি
অন্তু, তুমি বলছো
এক ধরণের চাপা ক্ষোভ থেকে
আমি কবিদের পক্ষ নিয়েছি।
মোটেই না। সত্য ও
বাস্তবতাই
আমাকে কবির স্বপক্ষে
দাঁড় করিয়ে
দিয়েছে।
তুমিই বলো, একজন শিক্ষক শিক্ষকতার বিনিময়ে বেতন পায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার,
আইনজীবী
তাঁর পেশার কাজে পয়সা পায়।
সবার জন্য তাঁর রোজগারের পথ
হচ্ছে
পেশা।
যেমন একজন মুয়াজ্জিন পাঁচবার
আযানের
বিনিময়ে বেতন পায়,
ইমাম নামাজ পড়ে পয়সা পায়।
একজন মুফাসসির কোরানের বয়ান করে
আয় করে। আলেমরা জানাযা, কোরানখানি, মিলাদ
পড়িয়ে পয়সা পায়।
কিন্তু কবি?
কবিতা লেখার জন্য কে তাকে পয়সা
দেয়? কবিতা লিখতে কি সময় লাগে না? শ্রম লাগে না? কাগজ কলমের পুঁজি লাগে না?
দেখো অন্তু, আরো কঠিন করে
বলতে পারতাম। বলিনি।
একটা কুকুর অসুস্থ হলে তার মালিক
তাকে বাঁচানোর চেষ্টা করে।
তারও একটা সহায়
আছে।
শুধু সহায় নেই একজন কবির। সমাজ
তাঁকে বাহবা ছাড়া আর
কিছুই দেয় না।
শোন অন্তু, তাঁর একমাত্র সহায় আল্লাহ। আর আল্লাহ যার সহায়
তার কোন সাহায্যকারী লাগে না।
মৃত্যুর পরও তাঁরা বেঁচে থাকে
মানুষের মনে।
যেমন নবী ও কবি।
তারা মরে না। তারা অমর।
তারা বেঁচে থাকে অনন্তকাল হৃদয়
থেকে হৃদয়ে। যুগ যুগান্তরে।
ইবনে সীনা হাসপাতাল; ২৭/০৯/২০১৭
অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।
No comments