পোস্টারিকা-২ - অপ্রকাশিত কবিতাঃ ১৭৯

                                                                                                

কবিতা-১৭৯ : পোস্টারিকা-২

এক

কলিগুলো একদিন হয়ে যায় ফুল

ফুলগুলো হয়ে যায় প্রেমের মুকুল

তারপর একদিন ফুলও ঝরে যায়

থাকে না কিছুই এ মিছে দুনিয়ায়।

 

দুই

সকলেই জানি আহা, চলে যেতে হবে

তবে কেন লোভ করি মিছে এই ভবে।

 

তিন

তোমার দম্ভ দেখে ব্যাঙ মরে লাজে

স্বর্ণের খনি কার লাগে কোন কাজে।

যম এসে ডাক দিলে লোকে পায় টের

কার আছে পূণ্য বেশি, কার পাপ ঢের।

 

চার

এতোটুকু কষ্ট তুমি যারে বন্ধু দাও

যাবে না বৃথা তুমি ফিরে পাবে তাও।

সুখ দিলে সুখ পাবে দুখ দিলে দুখ

তাই দাও, যেটা নিতে তুমি উন্মুখ।

 

পাঁচ

ভালবাসা যায় না কেনা টাকায়

ভালবাসা যায় না ভরা ঝাঁকায়।

ভালবাসা নিজেই বলে --- বাসি

কভু বলে কান্না, কভু বলে হাসি।

 

ছয়

পাপের বাড়ি সাপের ছাও

তারে কেনো দেখতে চাও?

পাপ ভাবনাটা ছেড়ে দাও

সাপটা আগে মেরে দাও।

 

সাত

মন আছে, জ্বালা নাই

ঘর আছে, তালা নাই।

যার আছে যত জ্বালা

তার প্রেম তত ভালা।

 

আট

প্রেম থাকে না তোষামুদে, প্রেম থাকে না কান্নাতে

সে প্রেম খাঁটি যে প্রেম নাকি নিতে পারে জান্নাতে।

 

নয়

যে দিয়েছে করোনা, তারেই করো ভয়

এ দুনিয়া তাঁরই গড়া, তাঁরই হাতে লয়।

 

দশ

প্রেম যদি থাকে সেটা আসমানে দেখা যায়

বাতাসের খাতা মেলে সেই প্রেম লেখা যায়।

২২/০৭/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.