এই বর্ণিল সন্ধ্যা - অপ্রকাশিত কবিতাঃ ২৫২

                                                                                                               

কবিতা-২৫২ : এই বর্ণিল সন্ধ্যা

এই বর্ণিল সন্ধ্যা

এই বিরহের আবীর

বার বার পিছু ডাকছে

মনের ক্যানভাসে

হৃদয়ের রং তুলি

এক মনে ছবি আঁকছে।

 

চলে গেল যেই দিন

সে তো আর ফিরে আসবে না

না, না, আসবে না।

রাত্রি আঁধারে শাপলার বিল

আর তো কখনো হাসবে না।

না, না, হাসবে না।

 

এই দিন চিরদিন

স্মৃতিতেই জমা হয়ে থাকছে।

মনে হয় কেউ আজো

দূর থেকে পিছু ডাকছে।

 

যায় দিন আসে না

মালতীরা হাসে না

বুকে বাজে বেদনার সুর

জানি না পথের দিশা,

জীবনের মঞ্জিল আর কতদূর।

 

আজ বড় একাকী,

নিজেকে সঙ্গীহীন লাগছে।

মনে হয় ছায়া সেও,

সুদূরেই ভাগছে।

 

এই বর্ণিল সন্ধ্যা

চুপি চুপি বলে যায়

ফিরে যাও ঘরে সোনা

আঁধারের রাত নেমে আসছে।

রোদেলা দিনের পরে

তোমার চোখে আজো

বেদনার ঢেউ শুধু ভাসছে।

১২/০২/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.