সফেদ বলাকা - অপ্রকাশিত কবিতাঃ ২৫৩

                                                                                                               

কবিতা-২৫৩ : সফেদ বলাকা

প্রভু, সবাই তোমার কাছে হায়াত বৃদ্ধি চায়,

আমি শুধু চাই তোমার অনুকম্পা।

আমাদের পাপী আত্মা লালসায় ডুবে থাকে,

শয়তান বাসা বাঁধে মনের ভেতর,

বিবেককে বার বার হারিয়ে দেয় লোভের পাহাড়,

এদের হামলা থেকে তোমার কাছে পানাহ চাই।

 

তুমি রহমান, তুমি রাহীম।

ক্ষমা করতে তুমি ভালবাসো।

আমি তোমার সে ভালবাসা চাই।

আর চাই, অবারিত দয়া ও মেহেরবানী।

 

আমি জানি, যেতে আমাকে হবেই।

এই লোলুপ পৃথিবী আমার ঘর নয়।

আমাকে তুমি নিষ্পাপ করে নাও।

আমি যেভাবে এসেছিলাম তেমনি নিষ্পাপ হয়ে আমি যেতে চাই।

 

কোন লোভ নয়, লালসা নয়,

আমার হৃদয়টা জমজমের

পানি দিয়ে পবিত্র করে দাও।

বাদশাহ নামদার, আমাকে

বানাও তুমি সফেদ বলাকা।

১৭/০২/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.