জলহীন জলে ভাসমান পদ্ম - অপ্রকাশিত কবিতাঃ ০২২

                

কবিতা-০২২ : জলহীন জলে ভাসমান পদ্ম

যদি নিলুর সাথে দেখা  হয়ে যায়,

তবে

তাকে বলো, আমি ভাল আছি। খুব, খুউব ভাল আছি।

 

প্রজাপতিকে ফুলের বাগানে ঢুকতে না দিলে, মৌমাছিকে প্রস্ফুটিত মধুভরা ফুল থেকে মধু আহরণের সুযোগ না দিলে যেমন ভাল থাকে,

আমি তারচে ঢের ভাল আছি।

 

আমি ভালো আছি।

যেমন ভাল থাকে সূর্যহীন দিন।

ভাল থাকে রোদহীন সূর্য।

আমি তারচে ঢের ঢের ভাল আছি।

 

তুমি নিলুকে বলো, আমি শীত কালের বর্ষা এবং গ্রীষ্মের শীতের মতো ভাল আছি।

আমি ভাল আছি, খাঁচায় বন্দী টিয়াপাখির মতো।

স্বামী গুম হওয়া রমনী ও মিছিলে গিয়ে পায়ে গুলি খেয়ে পঙ্গু হওয়া তরুণের চেয়ে আমি ভাল আছি।

 

কারণ, যেখানেই থাক,

যেভাবেই থাক, আমার নিলু বেঁচে আছে।

 

নিলুকে বলো, আমি ভাল আছি। যেমন ভাল আছে জেলখানার ওইসব কয়েদী, যারা এখনো জানে না তার অপরাধ কি? আমি ভাল আছি জলহীন জলে ভাসমান পদ্মের মত।

০৭/১১/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.