অন্ততঃ নিজেকে ভালবাসুন - অপ্রকাশিত কবিতাঃ ০২৩

                 

কবিতা-০২৩ : অন্ততঃ নিজেকে ভালবাসুন

খুব কম মানুষই নিজেকে ভালবাসে।

তারচেয়ে বড় কথা,

ভালবাসা কি এটাই অনেকে জানে না।

যদি জানতো তবে কেউ অন্যের অনিষ্ট

করার কথা ভাবতেও পারতো না।

 

খুব কম মানুষই নিজেকে ভালবাসে।

মানুষ জানে, ইট মারলে পাটকেলটি খেতে হয়, তারপরও মানুষ অপরকে আঘাত করে। কারণ,

মানুষ নিজেকেই ভালবাসে না।

 

মানুষ জানে, অন্যের সম্পদের প্রতি লোভের হাত

বাড়ালে সেও

চোখ দেবে আমার সম্পদের দিকে।

বস্তুত, অপরের অনিষ্ট করার মাধ্যমে আমরা

নিজেরই অনিষ্ট করছি নিরন্তর।

 

খুব কম মানুষই নিজেকে ভালবাসে।

যদি বাসতো, তবে নিজের ভালবাসা দিয়ে

রাঙিয়ে দিতো জগত সংসার।

যদি বাসতো, তবে গড়ে তুলতো

ভালবাসার অনিন্দ্য পুষ্পকানন।

 

জুমার নামাজের পর শিন্নি বিলানোর পরিবর্তে

মানুষ বিলাতো ভালবাসা ফুল।

নিজের বুকের ভেতর খোদাই করে রাখতো

ভালবাসার আরকগ্রন্থ,

রাজকীয় আতরদান, পবিত্র কোরান।

 

বস্তুতঃ পৃথিবীর সকল অশান্তি ও হানাহানির

মূলে রয়েছে, মানুষের নিজেকে ভাল না বাসা।

তাই আসুন, পৃথিবীকে নয়,

অন্ততঃ

নিজেকে একটু ভালবাসি।

১১/১১/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.