জিহ্বাই যখন অস্ত্র - অপ্রকাশিত কবিতাঃ ০২৯

                       

কবিতা-০২৯ : জিহ্বাই যখন অস্ত্র

আমাকে যখন কেউ গালি দেয়, আমার

চোখ তার দিকে অনুকম্পার দৃষ্টিতে তাকিয়ে

থাকে।

বলি, অমন করে কী দেখছিস?

 

 

চোখ বলে, আহা, মানুষটার জন্য আমার

করুণা হচ্ছে। তাঁর হাত- পা সাহস সব কেমন

অক্ষম হয়ে পড়েছে দ্যাখো। মুখের অভ্যন্তরে

লুকিয়ে থাকা জিহ্বা ছাড়া আর এমন কেউ নেই,

যে তাকে সাহায্য করতে পারে।তোমাকে প্রতিরোধ করার জন্য জিহ্বাই এখন তার একমাত্র ভরসা। হায়রে অসহায়ত্ব!

 

 

আমি চোখকে বলি, তোমার উচিত তাকে

ধন্যবাদ দেয়া। সমস্ত শক্তি নিঃশেষ হয়ে

যাওয়ার পরও যে তার ইচ্ছাশক্তিটুকু এখনো

বাঁচিয়ে রাখতে পেরেছে আমার বিরোধিতায়।

এ ছাড়া পৃথিবীকে দেয়ার

মত

আর কোন সামর্থ নেই তার।

 

তুমি ঠিক বুঝেছো, চোখ বললো,

সে তো তার পাপের বোঝাই শুধু বাড়াচ্ছে। এসো এই

পাপিষ্ঠদের মঙ্গলের জন্য

স্রষ্টার কাছে প্রার্থনা করি।

০৫/০১/২০১৮

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.