টরেন্টোর কুলাঙ্গার - অপ্রকাশিত কবিতাঃ ০২৮

                      

কবিতা-০২৮ : টরেন্টোর কুলাঙ্গার

ও আমার সোনার স্বদেশ!

তোমার বুকের ওমে আপন সন্তানকে

কিভাবে তুমি জড়িয়ে রাখো শীতসকালে,

কানাডার টরেন্টোর হীম আক্রান্ত

কুলাঙ্গার সন্তানেরা আশ্রমে বসে

কী করে উপলব্দ্ধি করবে মায়ের আদর!

 

আমার খুব অবাক লাগে,

মা, ওরাতো তোমারই সন্তান।

কী এমন অপরাধ করেছে যে তুমি ওদের

কোল থেকে নামিয়েই ক্ষান্ত হলে না,

ছুঁড়ে ফেলে দিলে বাড়ির সীমানার বাইরে,

দূর ভাগাড়ে।

 

কষ্ট লাগে মা, অন্যের কোলে বসে

তোমার সন্তানকে ওরা রাজাকার বলে

গালি দেয়, আর তৃপ্তির ঢেকুর তোলে।

 

আশ্রমের বাসিন্দা হলেই কি

হিংসুক হতে হয়!

মায়ের আদর বঞ্চিত বলেই কি

ওরা এমন অসহিষ্ণু?

 

মা বললো, বাপ, ও তুমি বুঝবে না। ওরা

নিজেরাই নিজেদের অস্তিত্ব অস্বীকার করে

বসে আছে।

ওরা আপন মাকেই কেবল অপমান

করেনি, আপন সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে।

তাহলে কি করে তুমি আশা করো, স্রষ্টা অবিশ্বাসীদের আশ্রয় দিয়ে আমি আমার প্রভুর রোষানলে পড়বো?

 

আফসোস, আমার সেই ভাইদের জন্য, যারা মায়ের স্নেহবঞ্চিতই রয়ে গেল আজীবন। জীবনে যাদের আর ঘরে ফেরা হলো না।

০৫/০১/২০১৮

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.