শুদ্ধ মনন বৃক্ষ - অপ্রকাশিত কবিতাঃ ০৩০

                       

কবিতা-০৩০ : শুদ্ধ মনন বৃক্ষ

মননের ভাঙনে তছনছ হয়ে যাচ্ছে

প্রিয় এই পাললিক ভূমি।

পিঠের ওপর বসে আছে তিনশো ষাটটা সিন্দাবাদ।

আমি পড়ে আছি ভুমিকম্পে

তলিয়ে যাওয়া অচীন গহবরের মধ্যে।

 

না, এখনো মরিনি।

কী এক অলৌকিক শক্তিবলে

আশাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। ভাবছি,

কেউ না কেউ আসবেই উদ্ধার করতে।

 

তুমি কি বলো?

তোমার কি মনে হয়?

মাটির অভ্যন্তরের কীটপতঙ্গ

যিনি বাঁচিয়ে রাখেন তিনি কি মারা গেছেন?

 

তবে আর ভয় কি!

তিনি তো অন্ধও নন, বধিরও নন।

ভাঙনের ঝড় থামলেই গজাবে

শুদ্ধ মনন বৃক্ষ। সে বৃক্ষডালে বসে

হাসবে তোমার নবজাত শিশু।

১৪/০১/২০১৮

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.