দুঃখ বিলাস - অপ্রকাশিত কবিতাঃ ১৮৪

                                                                                                 

কবিতা-১৮৪ : দুঃখ বিলাস

এতো দুঃখ তুমি পাও কোথায়?

দুঃখ কি গাছে ফলে?

না। দুঃখ বিলাস দেখার জন্য

আমাকে এখানে পাঠানো হয়নি।

 

আপেলের বাগান ঘুরে আমি আপেল দেখেছি।

সজনে গাছে হাসতে দেখেছি সজনে ফুল।

জানি, লাউ গাছেও কোন দুঃখ ফলে না।

তবে কোথায় তুমি বুক ভরা দুঃখ পাও?

 

তুমি বার বার বলছো,

তোমার দুঃখের কোন শেষ নেই।

কোন সাগরে তুমি পেলে এ দুঃখের খনি?

নাকি কোন পাহাড়ের সুউচ্চ চূড়ায়?

 

আমি বেদেনীকে দেখেছি,

সাপের ঝাঁপি মাথায় নিয়ে ডাকছেঃ

সাপের খেলা দেখবেন?

কিন্তু কোন ফেরিওয়ালাকে দুঃখ বিক্রি করতে দেখিনি।

 

বেলাবো হাটে গিয়ে দাদাকে খেজুরের গুড় কিনতে দেখেছি, কিন্তু কোন দোকানে গিয়ে দুঃখ কিনতে দেখিনি।

তবে এতো দুঃখ তুমি পাও কোথায়?

 

শপিংমলে কি দুঃখ পাওয়া যায়? সুপার শপে?

শৈশবে বাবা কাঠি লজেন্স এনে দিতো, কিন্তু কোনদিন বাবাকে দুঃখ কিনে আনতে দেখিনি।

 

কলপাড়ে হেলেঞ্চা শাক দেখেছি, দুঃখ দেখিনি। ধলি বিলে শাপলা ফুল দেখেছি, দুঃখ দেখিনি। বায়স্কোপে দিল্লীর মসজিদ দেখেছি, দুঃখ দেখিনি। আমি বিজয়ের উল্লাস দেখেছি, দুঃখ দেখিনি।

তবে  তুমি এতো দুঃখ পাও কোথায়?

 

আচ্ছা বলতে পারো, দুঃখের রঙ কি?

আমি তারাভরা আকাশ দেখেছি

সবুজ ঘাসের জাজিম দেখেছি

সর্ষে খেতের হলুদ দেখেছি

টলটলে পানি  দেখেছি

রমনীর কালো চুল দেখেছি

শহীদের টকটকে লাল রক্ত দেখেছি

যুদ্ধের মাঠে সাদা পতাকা দেখেছি

কিন্তু দুঃখের রঙ কি, আজো আমার দেখা হয়নি।

 

দুঃখ কি তিতা? মিষ্টি? টক?

নাকি দুঃখ পাহাড়ি মরিচের ঝাল?

এই জোস্নামাখা রাত কি দুঃখ বিলাতে আসে?

বকুল ফুলের সৌরভ কি দুঃখ বিলাতে আসে?

আমার দুটো চোখ কি দুঃখ দেখার ক্যামেরা?

পাখির কাকলি, ঝর্ণার গান, নদীর কলতান, এসব কি দুঃখের কবিতা শোনায়?

 

এই যে তোমার দেহ মেশিন, এটা কি দুঃখ সওয়ার জন্য বানানো হয়েছে?

কিসের দুঃখ তোমার? তোমাকে চক্ষু কর্ণ হস্ত আর হাজারো অঙ্গ কি দুঃখ সওয়ার জন্য দেয়া হয়েছে?

সুপেয় পানি ও চোখের জল কি দুঃখ পাওয়ার জন্য?

 

তবে, আমি কি মালিককে বলবো,

তোমার দৃষ্টি থেকে উড়ন্ত সুখগুলো সরিয়ে নিতে? নাকি বিনিপয়সায় প্রতি নিঃশ্বাসে অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছে বলে দুঃখ তোমার।

 

নাদান, এখনো সময় আছে, প্রিয়ার চোখের দিকে তাকিয়ে একটু হাসো।

বলো, হে মালিক, আমি কেন দুঃখ করবো?

ডলফিনের খেলা দেখতে একদিন আমি পৌঁছে যাবো অনন্ত সুখময় জান্নাতে।

 

দুঃখ বিলাসীরা দুঃখ দুঃখ বলে বিলাপ করুক, তাদের দিকে তাকিয়ে মুমীনরা বলবে, হায়, দুঃখ বিলাসী মানুষ, অদেখা দুঃখ নিয়েই পড়ে রইলি সুখী হতে শিখলি না।

 

বলতে পারলি না, হে মালিক, তোমার

শোকর করার কোন ভাষা আমার জানা নেই। পটলচেরা চোখের দিকে তাকিয়ে বলতে পারলি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর। আল্লাহু আকবর।

২৯/০৯/২০২১   বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.