বিষের অনল পিয়ো না - অপ্রকাশিত কবিতাঃ ১৮৩

                                                                                                 

কবিতা-১৮৩ : বিষের অনল পিয়ো না

আমি ছিলাম, তুমি ছিলে, ছিল সূর্য, চাঁদও,

তোমায় নিয়ে জোস্না খাবো ছিল মনে সাধও।

নাই যে আমি তাই কি তুমি একলা বসে কাঁদো?

মেঘলা দুপুর, ভেজা খড়ি, তবু তুমি রাঁধো?

 

হায়। জীবন বড় কঠিন বন্ধু, অটুট রাখো হুশ

নয়তো তুমি চলার পথে, খাবে অঢেল ঢুশ।

পা পিছলে পড়ে গেলে হাসবে লোকে, কাঁদবে না

ছিঁড়ে গেলে মনের তার, সে তার কেউ বাঁধবে না।

 

কাজের আগে হিসাব করো, এ কাজ করা ঠিক?

নয়তো দিনের কর্ম শেষে, দেখবে জীবন লিক।

ভাবনা ছাড়া কর্ম করলে, কান্না কিছু সইতে হয়

কর্মদোষে বোকার মতো প্যারা কিছু লইতে হয়।

 

সুখ যদি কেউ পেতে চাও, দুঃখ কাউকে দিও না

মধু ভেবে বিষের অনল সহজে কেউ পিয়ো না।

০৫/১০/২০২১   বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.