পোস্টারিকা-৩ - অপ্রকাশিত কবিতাঃ ১৮৫

                                                                                                 

কবিতা-১৮৫ : পোস্টারিকা-৩

১।

আমি এসেছি যাওয়ার জন্যই, থাকার জন্য নয়।

তুমিই বলো, তবে আমার যেতে কিসের ভয়?

২।

বেঁঁচে থাকার তো কোন প্রয়োজন দেখি না,

যদি পৃথিবীর জন্য কিছুই না করতে পারি।

৩।

চলে যেতে হবেই যদি জানো

তবে কেন অযথা কাছে টানো?

৪।

এই মেঘ, এ আকাশ, এই চাঁদতারা

আমাকে সুখি করতে সব দিশেহারা।

৫।

নদীগুলো চলে যায় সাগরের পানে

পাখিগুলো মেতে ওঠে আল্লাহর গানে

তুমি গাও কার গান অবুঝ পালক

তুমি কি জানো কে তোমার পালক?

৬।

মনে ভাসে কত কথা, কত কত ছবি

আমি বসে ভাবি, সব লিখে যায় কবি।

৭।

অই শোন, ক্বলবের সুরেলা আজান

তুমিও জামাতে গিয়ে দাও যোগদান।

৮।

ঘুমের চেয়ে নামাজ উত্তম শুনতে লাগে ভালো

তবে কেনো শুয়ে শুয়ে শয়তানটাকে পালো?

৯।

ও নামাজি নামাজ পড়ো করোনাকো হেলা

দিন কাটালে আলসেমিতে কাঁদবে সন্ধ্যেবেলা।

১০।

বেশি কথা ভালো না, কথা বলো কম

বাজে কথা বলো না, কখনো একদম।

০৪/০৮/২০২১   ৪টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.