পিউকাহার করুণ কান্না - অপ্রকাশিত কবিতাঃ ২১০

                                                                                                      

কবিতা-২১০ : পিউকাহার করুণ কান্না

ঘাসের ওপর দিয়ে হেঁটে যায় সালেহা খাতুন।

তার মখমল পায়ের স্পর্শে জেগে ওঠে

কচি ঘাস। যেন রাজহাঁসের

আলতো পায়ের স্পর্শে জেগে ওঠে

ভোরের আকাশ।

 

আজ সালেহা স্যান্ডেল পরেনি।

প্রকৃতির মোলায়েম রোদ উপভোগ করতে করতে সে হাঁটে ঘাসের জাজিমে।

তার বুকের ভেতর খেলা করে

নিস্তব্ধ বিলের মৃদু ঢেউ, বনের স্পন্দিত হাতছানি, হিল্লোল।

রোদহীন রোদের উষ্ণতায় আবেগের

থরথর কম্পন।

বাগানে ফুটন্ত গোলাপ

ও রক্তজবার লাল ঠোঁটে থির হয়ে আছে রাতের সোহাগ।

 

ঘাসের ওপর দিয়ে হেঁটে যায় সালেহা খাতুন। বাগানের সবুজ পাতারা

ডেকে ওঠে, ফরহাদ, ফরহাদ,

এ সময় পৃথিবীর কোন প্রান্তে পড়ে আছো তুমি?

দেখো আমার বাংলাদেশ। দেখো,

সজনে ফুলের অপরূপ কারুকাজ।

শাপলার বিল আর খালপাড়ের

বেতসের ঝোঁপ।

এখানেও অসভ্য নাগরিকতার লাল ইট

দাঁত বের করে হাসছে।

তোমার পেট্রোডলার পলাশীর মতই

আমাকেও নাগরিক বানাতে গিয়ে

বন্দী করে ফেলছে জগতশেঠের খোয়াড়ে।

 

ঘুঘুর বিরহী বিলাপ আমার বিরহকেই বরং আরো প্রকট করে তুলছে।

ঝোঁপের আড়াল থেকে ভেসে আসছে পিউকাহার করুণ কান্না, ফিরে আয়,

ফিরে আয় ফরহাদ।

২২/০৬/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.