জলময়ূরের নাচ - অপ্রকাশিত কবিতাঃ ২১২

                                                                                                       

কবিতা-২১২ : জলময়ূরের নাচ

নাই শোনালে আমায় তুমি

জল নুপূরের গান

আমার কাছেই থাক না জমা

আমার অভিমান।

শৈশবের সে দিনগুলো দাও

বানের জলে ছুঁড়ে

আমার স্মৃতি থাক না জমা

আমার অন্তপুরে।

যৌবন গেল দুঃশাসনে

কঙ্কাবতীর বনে

আমার অসুখ থাক না জমা

আমার অবুঝ মনে।

দিন ফুরালো হেলায় খেলায়

ঐরাবতীর তীরে

কারে তুমি খুঁজে বেড়াও

দগ্ধ প্রাণের ভীড়ে।

জলময়ূরের নাচন না হয়

দেখবো আরশ তলে

সোনার মুকুট মাথায় দেবো

আল্লাহ মহান বলে।

নিজের ইচ্ছায় আসিনি তো

যাবো কেন শুনি?

আমি যাবো রঙমহলে

ডাকবে যখন উনি।

জল নুপূরের গান শুনবো

দীল নহরের কূলে

তোমার দুহাত ভরে দেবো

স্নিগ্ধ চাঁপা ফুলে।

২৮/০৬/২০২২ - মধ্য দুপুর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.