চাঁদ মৃত্যু নয়, প্রেম বিলায় - অপ্রকাশিত কবিতাঃ ২৯৬

       

কবিতা-২৯৬ : চাঁদ মৃত্যু নয়, প্রেম বিলায়

স্বৈরাচাররা এতো ভীতু কেন? সশস্ত্র বেষ্টনীর ভেতর থেকেও সারাক্ষণ তটস্থ থাকে মৃত্যু ভয়ে। কেউ একটু জোরে শব্দ করলেই ভাবে, তাকে আঘাত করতে ছুটে আসছে কোন বিষাক্ত শীশা।

 

মানুষ কী বেকুব।

অস্ত্র কি কারো মৃত্যু ঠেকাতে পারে?

অস্ত্র তো মানুষের জীবন কেড়ে নেয়।

 

পনরই আগস্টের ঘাতক কোন কবি ছিল না। ঘাতক ছিল নিজের বেতনভুক কতিপয় নিরাপত্তা রক্ষী।

কিন্তু আফসোস, ভীতু স্বৈরাচাররা জেলবন্দী করে নিরীহ কবিকে, বন্দী করে শুভ্র কাশফুল সদৃশ আলেমকে।

 

স্বৈরাচারের আক্রোশ থেকে রেহাই পায় না ক্যামেরাকবি শহীদুল আলম। রেহাই পায় না তুলি বা শব্দ কবিরা।

 

আমি প্রশ্ন করি, কবিকে ভয় পাও কেন?

কবির কাছে কি কোন অস্ত্র আছে?

কবির কাছে কি লগিবৈঠা থাকে?

তবু কবিকেই কেন জেলে যেতে হয়?

তুমি কি মনে করো, অস্ত্রের চেয়ে শব্দ অধিক শক্তিশালী?

 

পৃথিবীর ইতিহাস খুলে দেখো, কবিরা কাউকে হত্যা করে না। কবিকে নয়, অস্ত্রধারীদের সামলাও। মৃত্যু না আসলে কেউ মরে না আর মৃত্যু এলে কেউ বাঁচেও না।

 

ভুল, সবই ভুল।

যে নলগুলো নিচের দিকে মুখ করে তোমাকে পাহারা দিচ্ছে, ওগুলো যে কোন মুহূর্তে সোজা হয়ে যেতে পারে।

জন্ম নিতে পারে নথুরাম গডসে বা

মেজর ডালিম।

 

স্বৈরাচাররা এতো বোকা কেন?

কাকে ভয় পাওয়ার কথা, আর

কাকে ভয় পায়। ফুল কি কাউকে আঘাত করে? তবে ফুলকে তুমি আঘাত করছো কেন?

 

তুমি জানো না, ফুল হারিয়ে গেলে বিলীন হবে কস্তুরী সৌরভ।

কবি না থাকলে হারিয়ে যাবে জোস্নার কারুকাজ। আর আলেম না থাকলে পৃথিবী কোথায় পাবে সূর্যের দীপ্তি?

 

বাঁচতে চাইলে নিরাপত্তা রক্ষী সরিয়ে চাঁদের নিচে এসে দাঁড়াও। চাঁদ মৃত্যু নয়, প্রেম বিলায়। চাঁদ মৃত্যু নয়, প্রেম বিলায়চাঁদ মৃত্যু নয়, প্রেম বিলায়।

২৯/০৪/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.