পোস্টারিকা-৫ - অপ্রকাশিত কবিতাঃ ৩৭২

         

কবিতা-৩৭২ : পোস্টারিকা-৫

১।

শিল্পের দাবী হলো পরিমিতি বোধ

বাহুল্য দেখলেই করো প্রতিরোধ।

২।

মানুষ করে যায় নিয়মিত ভুল

তওবার কল্যাণে ভুল হয় ফুল।

৩।

মানুষতো পাপ করে, করে কত ভুল

তাওবার কল্যাণে সবই হয় ফুল।

৪।

যদি তুমি হতে চাও আলোকিত, ভালো

আল্লাহর কালাম তবে হৃদমনে জ্বালো।

৫।

আলোর পাখি মেলল আঁখি ঘুচলো আঁধার কালো

বললো হেসে, ভালোবেসে, হৃদয় প্রদীপ জ্বালো।

৬।

আমায় তুমি আনলে কেনো অথৈ সাগর পাড়ে

আল্লাহ কারো তওবা কবুল না করে কি পারে?

৭।

ঘুরলাম কতো পাহাড়, নদী, সাগর, মরু, বন

তারচে দামী বুঝলাম আমি একটি নিটোল মন।

৮।

ফরজ রেখে নফল নিয়ে করলে টানাটানি

সবই তাহার নষ্ট হয় জীবন, জিন্দেগানি।

৯।

সমাজ জুড়ে পাপ, অনাচার, সবই চলমান

নফল দিয়ে পারবি বেহেস্ত কিনতে মুসলমান?

১০।

ভালো কাজ ভালো বটে, জরুরীটা আগে

সবার আগে এ কথাটা মনে যেনো জাগে।

১০/০৮/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.