পোস্টারিকা-৪ - অপ্রকাশিত কবিতাঃ ৩৭১

         

কবিতা-৩৭১ : পোস্টারিকা-৪

১।

ভালবাসা নাও আগে, কিছু নাও প্রেম

দেখো তাতে থাকে কিনা, তবু প্রবলেম?

২।

আল্লাহর কালাম যার বুকে বাঁধা রয়

তার থেকে দূরে থাকে লোভ আর ভয়।

৩।

লোভ, ভয়, অহমিকা করে দাও দুুর

সেইখানে ভরে রাখো আল্লাহর নূর।

এ দুনিয়া সুখে তবে হবে ভরপুর

এই মনে বাজবেই আলোর নূপুর।

৪।

আকাশ কি বড় রাকি মানুষের মন

নাকি বড় সম্ভ্রম, ইজ্জত ও ধন?

নাকি বড় সাগর বা আমাজান নদী

নাকি বেশী বড় বলো ক্ষমতার গদী?

৫।

মোমিনেরা কোনোদিন পায় নাকো ভয়

সাহসের কণাগুলো খুঁজে পায় জয়।

৬।

আসুক শত ঝড় বাদল, বাজুক বজ্রধ্বনি

ভয় পাই না থাকলে সহায় আল্লাহ কাদেরগনি।

৭।

কবে এলাম, কবে যাবো, কিছুই জানি না

এমন গাফেল তবু প্রভুর হুকুম মানি না।

৮।

ভুলগুলো ফুল হয় তওবার গুণে

মনটাও ভাল হয় ভাল কথা শুনে।

৯।

বাতাসটা কানে কানে বলে যায় গান

আল্লাহ মহান বলো আল্লাহ মহান।

১০।

আমরা ভাঙি রুদ্ধ কারা, থামাই পাপের ঢল

অগ্নিগিরি পার হয়ে যাই, আমরা অনর্গল।

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.