কোনটার জন্য প্রস্তুত তুমি - অপ্রকাশিত কবিতাঃ ২১৫

                                                                                                       

কবিতা-২১৫ : কোনটার জন্য প্রস্তুত তুমি

কোথাও কেউ নেই।

ম্রিয়মান জোনাক পোকারা ঘুমিয়ে পড়েছে ধানের ডগায়।

ভেজা কাকগুলো শীতে কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ছে।

গতকাল যে নক্ষত্রগুলো আলো জ্বালিয়েছিল

তার সন্তানরা শামুকের মত গুটিয়ে নিয়েছে জীবন।

পরাজিত তিতুর বাহিনী ছুটছে ফরিদপুরের দিকে।

গুটিগুটি পায়ে এগিয়ে আসছে দুশো বছর।

ঘষেটি বেগম আবার দাবার গুটি চালছে।

মোতি মহলে চলছে গোপন বৈঠক

পলাশীর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে মীর সাহেব।

এখন কবির চিৎকার কে শুনবে?

ঘাসফড়িং মিশে গেছে ঘাসের সাথে।

ঝানু রাজনীতিবিদরা কৌটিল্যের প্রতারণার কাছে হেরে গেছে।

হেমিলনের বংশীবাদক অনবরত

বাঁশি বাজিয়েই যাচ্ছে।

আর জনগণ যেন হীরক রাজার মোহগ্রস্ত দরবারীদের মত স্থির হয়ে আছে।

এসময় কবিতার ভাষা উচ্চকিত হলে কেউ কি এগিয়ে আসবে?

না আসুক,

তবু কবিদের কথা বলতেই হবে।

কবিদের এখন দ্বিধার রাজ্যে

ধ্যানমগ্ন হওয়ার সময় নেই।

কেউ শুনুক বা না শুনুক,

কেউ এগিয়ে আসুক বা না আসুক,

কবিকেই ইথারে ছড়িয়ে দিতে হবে

সত্যজিত বাবুর মত অমর বানীঃ

গদী ধরে মারো টান,

রাজা হবে খান খান।

পথ এখন মাত্র দুটো।

হয় জাতিকে সমস্বরে গেয়ে উঠতে হবেঃ

জাগো বাহে,

বাড়িতে ডাকাত পড়েছে।

নয়তো ক্লাইভের হাত ধরে ছুটে আসা দুশো বছরকে স্বাগত জানাতে হবে।

তুমি কোনটার জন্য প্রস্তুত?

কোনটার জন্য প্রস্তুত তুমি?

১০/০৮/২০২২ - বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.