অকাতরে সুখ বিলাও - অপ্রকাশিত কবিতাঃ ৩৫৯

      

কবিতা-৩৫৯ : অকাতরে সুখ বিলাও

আমি বলি সুন্দর, পৃথিবীটা সুন্দর হয়।

নাহলে এ পৃথিবীটাই হতো মরুময়।

 

বুকে আছে ভালবাসা, ভালবাসি তাই

ভালবাসা দিয়ে আমি ভালবাসা পাই।

 

তুমি দাও ঘৃণা তাই, ঘৃণাটুকু পাও।

প্রেম নয়, তুমি শুধু ঘৃণাটুকু চাও।

 

যে জন গোলাপ চায় সে তো আঙিনায়

গোলাপ চারা দিয়ে বাগান সাজায়।

 

কাড়ি কাড়ি অবহেলা ভরা যার বুকে

হৃদয়ের ঘ্রাণ সেথা কখনো কি ঢুকে?

 

ভালবাসা নাই তাই, করো নাতো প্রেম

এটাতো আমার নয়, তোমার প্রব্লেম।

 

অভাব অভাব বলা তোমার স্বভাব

চাঁদ নদী সব আছে, বলো কি অভাব?

 

পৃথিবীটা অপরূপ এক নন্দন কানন

তবুও ঘুচেনা তোমার অভাব কি কারণ।

 

ভালবাসা দিলে সাপ, সেও মানে বশ

প্রেমহীন পায় নাতো আঙুরেও রস।

 

নিজে যদি কভু তুমি সুখী হতে চাও

সুখ তুমি অকাতরে দুহাতে বিলাও।

২৯/৬/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.