ধেয়ে আসা দাঁড়কাক - অপ্রকাশিত কবিতাঃ ১৬৩

                                                                                             

কবিতা-১৬৩ : ধেয়ে আসা দাঁড়কাক

ওরা কি জানে না, মরা ঘোড়া ঘাস খেতে পারে না? জানে, সব জানে।

তবু ওরা মরা ঘোড়ার মুখের সামনে ঘাস স্তুপ করে রাখে, যাতে লোকজন ভাবে, ওরা কত মহত।

 

জনগণ যেন ভুলে যায়, বেঁচে থাকতে এই ঘোড়ার পাছায় সপাং সপাং বেত মারার তারাই ছিল নায়ক।

আমি জানি, কেন কিছুলোক মৃত বৃক্ষের গোড়ায় নিয়মিত পানি ঢালে।

কারণ এ বৃক্ষগুলোকে সার ও পানি না দিয়ে তারাই মেরে ফেলেছিল।

 

সংস্কৃতিবান লোকগুলো যদি অনাহারে, বিনা চিকিৎসায় মারা না যায়, তবে মঞ্চে উঠে কি বলে তারা নিজেদের মহত প্রমাণ করবেন? সে জন্যই কি কবি ও শিল্পীরা হাততালি ও বাহবার জমিদার?

 

হ্যাঁ, এভাবেই ঝরে যায় কত কত তাজা ফুল, তাজা ফল।

 

আর তোমরা কবরের জমি দিয়ে,

কাফনের কাপড় দিয়ে সেজে যাও মহামানব। তারপর তারস্বরে ভাষণ।

 

আল মাহমুদ নেই। ফররুখের কবরের কালো শিয়াল এখন কে তাড়াবে?

কে তাড়াবে উৎসব শেষে সার্টিফিকেট বিতরণকারী ধেয়ে আসা দাঁড়কাক?

২৮/১১/২০২১   বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.