অদেখা জান্নাত - অপ্রকাশিত কবিতাঃ ১৬২

                                                                                             

কবিতা-১৬২ : অদেখা জান্নাত

কবিতা কি সমুদ্র মন্থন করা কোন অলৌকিক রাঁজহাস? নাকি পরিতৃপ্তির সফেদ গন্ধরাজ?

কবিতা কি কোন অদৃশ্য মিরাজের নাম?

কবিতা তো কুয়াশামাখা ভোরের চাদর।

সর্বাঙ্গে জড়িয়ে থাকা বকুল ফুলের প্রেমান্ধ সুরভি। কবিতা বিলের জলে ভেসে থাকা লালপদ্ম।

 

যে কবিতা দেখেনি সে জগত দেখেনি।

যে কবিতা দেখেনি সে গুলমার্গের পাহাড়ে লেপ্টে থাকা বরফে রোদের ঝিলিক দেখেনি। সে জানে না কি করে আফ্রিকার অরণ্যে রাত নামে।

মক্তবের বাতাসার মত বৃষ্টির ফোঁটা এসে ধুয়ে দেয় অভিমানের তাল মিছরি।

 

কবিতা আমার মায়ের মুখের বাবা ডাক। কবিতা তো আরশ প্রভুর আতরের সুগন্ধিমাখা অদেখা জান্নাত।

০১/১০/২০২০ ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.