একজন মুকুল আপা - অপ্রকাশিত কবিতাঃ ১৬৪

                                                                                             

কবিতা-১৬৪ : একজন মুকুল আপা

রাজহাঁস গ্রীবা উঁচু করেই হাঁটে।

ঠিক মুমীন বান্দার মতো।

যেনো,মুমীন ও রাজহাঁস কারো জন্যই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করার বিধান নেই।

 

রাজহাঁসের চলন বলনও অনেকটা সম্রাজ্ঞীর মতো। দীলখোলা হাত। কারো কোন অসুবিধা হচ্ছে কিনা সেদিকে তীক্ষ্ণ নজর। রাজহাঁস দুর্বিনীত নয়, অহংকারী নয়, জালিমও নয়।

 

মানুষ ক্ষমতা পেলেই জল্লাদ হয়ে ওঠে। ফুলতে ফুলতে কখন যে ফাঁটা বেলুনের মত চুপসে ডাস্টবিনে চলে যায় নিজেও জানে না।

 

না, রাজহাঁস তেমন নয়।মমতাময়ী বটবৃক্ষের মতোই সে যথেষ্ঠ সহনশীল।

যেমন ছিলেন মুকুল আপা।

 

তিনি গা ঝাড়া দিলেই ঝরে যেতো সব পাপ। আম্রমুকুলের মতই মধুঝরা বচন।

আর সুবাস!

মৌ মৌ সুবাসে সবাই সচকিত হয়ে উঠতো। সাদা কালো, মোল্লা বামন, যুবক বুড়ো, নারী পুরুষ।

 

না, তার কাছে কোন বর্ণবৈষম্য ছিল না, ধর্মবিদ্বেষ ছিল না, বৃক্ষ ও পশুতে কোন পার্থক্য ছিল না।

 

তিনি ছিলেন আল্লাহর সৃষ্টিনিচয়ের একনিষ্ঠ খাদেম।একচোখা কাঠমোল্লারা এ জন্য তাকে দেখতে পারতো না।

হে প্রভু, তুমি তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো।

২৮/১১/২০২১   বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.