পাললিক দ্রাবিড় - অপ্রকাশিত কবিতাঃ ৩৬১

       

কবিতা-৩৬১ : পাললিক দ্রাবিড়

এখনো রয়েছি খাঁড়া পাললিক দ্রাবিড়

সয়েছি কত না আঘাত, তবু উঁচু শির।

বারবার হেনেছে আঘাত দস্যু ডাকাত।

আমারে বেসেছে ভালো পদ্মার তীর।

 

আজো তাই টিকে আছি, বেঁচে আছি ভবে

আমার সন্তানও জানি, লড়ে টিকে রবে।

মানবে না পরাজয়, মানবে না কভু

অক্ষত রাখবে সেও, নীড় সুনিবিড়।

 

আঘাতে ভাঙে ডাল, ভাঙে না শিকড়

ভাঙে না ভাঙে না, কোন স্বপ্নের ঘর।

খড়কুটো উড়ে যায়, উড়ে নাতো মূল

মূল থেকে মাথা তোলে কত কত বীর।

 

দিও না দিও না ডাকাত অযাচিত হানা

হানা দিলে ভেঙে যাবে শকুনের ডানা।

০৭/০৭/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.