শাখের করাত - অপ্রকাশিত কবিতাঃ ৩৬০

      

কবিতা-৩৬০ : শাখের করাত

বাতাস জেনেছে আমি ভালবাসা জানি

আর্যের মত নই হিংসুক প্রাণী

আমিই দ্রাবিড় আদি বাংলার বীর

আমারে সালাম জানায় সাগরের পানি।

 

পাহাড়ের উঁচু শির পদতলে থাকে

আমারে দরিয়া বেগম হু হু করে ডাকে

মাঠে মাঠে বুনি আমি ফসলের চারা

মাঝে মাঝে উঁকি মারে নদী বাঁকে বাঁকে।

 

অতিথিরা এলে দেই শীতল পাটি

হীরের চেয়ে দামী এ দেশের মাটি

সেই লোভে আসে কত ডাকাতের দল

আমরা গুঁড়িয়ে দেই বেনিয়ার ঘাঁটি।

 

আর্যরা বহিরাগত দস্যু ডাকাত

বড়ই কুটিল ওরা শাখের করাত।

০৬/০৭/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.