নূহের জাহাজে - অপ্রকাশিত কবিতাঃ ১৬১

                                                                                             

কবিতা-১৬১ : নূহের জাহাজে

পৃথিবী জানে তার পরিণতি।

যেমন জানে বৃক্ষের সতেজ সবুজ পাতা।

এই আহলাদী কচি পাতাগুলোতে একদিন যৌবন আসবে। তারপর জ্বলবে হলুদ বাতি।

অচিরেই বোটা থেকে খসে পড়বে তার

প্রাণহীন দেহ। যেমন পৃথিবী জানে, তার বিনাশ কেউ রোধ করতে পারবে না।

হুইসেল বাজলেই কেয়ামত এসে গিলে ফেলবে তাকে।

 

এ কথা মানুষও জানে। তার চাওয়া খুব সামান্য। সে শুধু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়।

কিন্তু বেয়াড়া সময় আতঙ্কের চাদরে ঢেকে দিয়েছে পুষ্পিত জীবন।

ফেরাউনের সৈন্যরা টহল দিচ্ছে

অলিগলি, রাজপথ। টাইটানিকের যাত্রীদের মত মৃত্যু এসে নাচছে প্রতিটি চোখের সামনে।

শিশু মুসাকে জবাই করার উদ্যোগ নিচ্ছে কসাই রাজা। যেন অমাবস্যার কালো রাতে নিষ্ঠুর ডাকাত মেতে উঠেছে মৃত্যুর উৎসবে।

 

এখন, অজানা আশঙ্কা ও গুমের ভয় নিয়ে জেগে থাকে প্রতিটি হৃদয়। কুমারীর সতীত্ব খাচ্ছে আজদাহা সাপ।

মায়ের সন্তান খাচ্ছে হিমায়িত ভয়। শান্তি ও স্বস্তিরা পালিয়ে বেড়াচ্ছে হায়েনার ভয়ে। আর শিশু মুসা খেলা করছে মহামাতা আছিয়ার কোলে।

 

যে জাতি সন্তানের হাতে পিতার মৃত্যু দেখেছে, তারা কি চিরকাল হিংস্রতারই চাষ করে যাবে?

নাকি, হিংস্রতার মাটিতে মায়াবৃক্ষ বুনে সবাই উঠে বসবে নূহের জাহাজে?

১৪/০৬/২০২১   ৬টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.