পোস্টারিকা-১ - অপ্রকাশিত কবিতাঃ ১৬০

                                                                                            

কবিতা-১৬০ : পোস্টারিকা-১

১।

অমাবশ্যায় ডুবে গেছে আঁধারের রাত

চলো যাই, চলো যাই, আনতে প্রভাত।

২।

পাখি ডাকে বায়ু বয়, দুনিয়াটা রূপময়।

যদি তুমি হাসো, আরো কাছে আসো।

৩।

রাতগুলো কাত হয়ে পড়ে থাকে ছাদে

মগডালে বসে পাখি সারাদিন কাঁদে।

শান্তির পায়রারা আকাশের চাঁদে

সেও নাকি একা একা বসে বসে কাঁদে।

৪।

এ চোখে দেখি নাই কোনো দিন যারে

তার কাছেই মন কেনো যায় বারে বারে।

৫।

আকাশের তলে শুধু কাঁদা, মাটি, জল

তাতে বসে কতজনেই করে নানা ছল।

ছলগুলো ফল হয় ভালোবাসা পেলে

এইটুকু কথা কেনো বুঝ না হে  ছেলে।

৬।

অই মেয়ে যদি তুমি চলো একা একা

পথে পথে নেকড়ের পাবে তুমি দেখা।

আর যদি যাও তুমি কভু ফুলবনে

দেখা হয়ে যেতে পারে প্রজাপতি সনে।

৭।

তুমি যদি হাসো তবে শত শত পরী

আমার এ মনটাকে সুখে দেয় ভরি।

৮।

নদীটার গতি বুঝো, বাতাসের বেগ

শুধু তুমি বুঝো না আমার আবেগ।

৯।

ভালবাসার বিকল্প নাই

প্রেমে ভরা দুনিয়া চাই।

১০।

শুনো নাই তুমি কিগো কালের আওয়াজ

পাখি, নদী, ফুল চায় কোরআনের রাজ?

১২/০৭/২০২১   ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.