নিজেই দেখতে পাবে - অপ্রকাশিত কবিতাঃ ২৯২

      

কবিতা-২৯২ : নিজেই দেখতে পাবে

জানি না কতটা বিপন্নতায় পড়লে

পেরেশান মা হাজেরাকে ছুটাছুটি করতে হয় সাফা ও মারওয়া প্রান্তরে।

ইচ্ছার সাথে কতটা চেষ্টা এবং

চেষ্টার সাথে কতটা প্রার্থনা যোগ করলে নেমে আসে আল্লাহর সাহায্য।

 

জানি না কতটা কাতর অনুনয়ের পর পাহাড়ের পাথর ফেটে বেরিয়ে আসে

জমজমের পানির ফোয়ারা।

শুধু জানি, চাইতে জানলে আল্লাহ কাউকে নিরাশ করেন না।

 

সব অসম্ভব তখন সম্ভব হয়ে যায়।

সমস্ত আরবের বিরুদ্ধে মাত্র তিনশ তেরোজনই বিজয় ছিনিয়ে আনতে পারে।

 

এক মরু দুলাল অবিশ্বাসীদের অবাক করে দিয়ে আঙুলের ইশারায় দ্বিখন্ডিত করতে পারেন আকাশের চাঁদ।

 

অবিশ্বাসীরা অনেক কিছুই বুঝতে পারে না। তাদের বোধের সীমানায় ধরা দেয় না বলে সত্য কখনো মিথ্যা হয়ে যায় না।

মৃত্যুকে জয় করার মত কোন বুদ্ধি তাদের নাগালে আসে না বলে আজরাইল বসে থাকে না।

সময় হলে মালাকুল মউত তাদের নিঃশ্বাসও কেড়ে নেয়।

 

পাহাড়ের বিশালতা দেখে পিপীলিকা হতভম্ব হতেই পারে। তাই বলে পাহাড় আর স্তনাগ্র কখনো এক হয় না।

 

যদি কোরআনকে তুমি অবিশ্বাস করতে চাও, করতে পারো।

সে স্বাধীনতা তোমার আছে।

কিন্তু কাঁধের ফিরিশতারা তোমার

সব কর্মই লিপিবদ্ধ করবে।

 

যে নিজের চোখ দিয়ে আপন পিঠটাও দেখতে পারে না তাকে আকাশ দেখিয়ে লাভ কি?

 

অপেক্ষা করো প্রলয় অব্দি।

তোমার সব প্রশ্নের জবাব সেদিন

তুমি নিজেই দেখতে পাবে।

২২/০৪/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.