এটা কি কোন কবিতা হলো? - অপ্রকাশিত কবিতাঃ ২৯৩

      

কবিতা-২৯৩ : এটা কি কোন কবিতা হলো?

কুহেলিকাপূর্ণ শব্দই নাকি কবিতা।

কবিতা শিশিরস্নাত শীতের ভোর।

দেখা যাবে কিন্তু চেনা যাবে না।

 

না, এটুকুই সব নয়, আরো আছে,

ঘোমটালু নয়া বউ কি কবিতা নয়?

প্রকাশ্য দিবালোকে হেঁটে যাওয়া গোলাপ দেখে নড়ে ওঠা হৃদয়ের পেন্ডুলাম কি কবিতা নয়?

 

কবিতা বেহালার তারের মৃদু কম্পন।

কবিতা নড়ে ওঠা বুকে রুদ্ধ দীল।

যে শব্দ চকিতে পিছন ফিরে তাকাতে বাধ্য করে তাই কবিতা। হোক তা জোস্নাপ্লাবিত চরাচর বা মধ্যদুপুরে আষাঢ়ী ঢল।

 

কবিতা মানুষকে পাঠ করার অফুরন্ত  হিবিজিবি খাতা। যে খাতায় লেখা থাকে মানুষের বিচিত্র স্বভাব ও প্রকৃতি।

 

মানুষ কখনো স্বামী, কখনো বাবা, কখনো সে নিজেই থাকে

দুরন্ত বালক।

কখনো মামা, কখনো চাচা, ফুপা। কখনো সে হয় উকিল, ডাক্তার।

কখনো সাজে অফিসের বড়কর্তা,

কখনো সৈনিক, কখনো চাষীও হয়।

 

কখনো সে হয় বাঙালি, কখনো বাংলাদেশী।

কখনো মুসলিম, কখনো হিন্দু।

কখনো কেউ বৌদ্ধ, খৃষ্টান আবার কখনো কেউ আস্তিক বা নাস্তিকও হতে পারে।

 

মানুষ দারুণ অভিনেতা ও বুদ্ধিমান প্রাণী।

মায়ের কাছ থেকে সে বাবার আচরণ আশা করে না। ডাক্তারের কাছে কেউ যায় না ওকালতি বুদ্ধি নিতে।

সৈনিক হলে তাকে থাকতে হয় এক অন্যরকম বাধ্যবাধকতায়।

ফৌজি আইন লংঘন করলে তার নানা রকম শাস্তি হয়। এমনকি ফৌজি আইন লংঘন করলে সৈনিককে মৃত্যুদন্ডও মাথা পেতে নিতে হয়।

 

একজন মানুষ যে কোন পেশা বেছে নিতে পারে। এটা তার স্বাধীনতা।

কিন্তু কেউ পুলিশ হলে তাকে পুলিশ কোড মেনেই চলতে হয়। এর অন্যথা করার সাধ্য কারো থাকে না, থাকতে পারে না।

তেমনি মুসলিম হলে তাকে মুসলিম কোড মানতে হবে, এর ব্যতিক্রম করা অন্যায়, অবৈধ। আমি কি বুঝাতে পারলাম কিছু?

 

মানুষ স্বাধীন। ইচ্ছে করলে সে মুসলিম থাকতে পারে, ইচ্ছে করলে নাও পারে। কিন্ত মুসলিম হলে সে ইসলাম অমান্য করতে পারে না। ইসলাম বিরোধীতা করার তো প্রশ্নই ওঠেনা

 

এবার আপনিই ঠিক করুন, আপনি মুসলিম থাকবেন কি থাকবেন না?

মুসলিম হলে আপনাকে হতে হবে আল্লাহর বিধানের অনুগত। কারণ, কেরামান কাতেবীন সবার সমস্ত কর্ম লিপিবদ্ধ করছে।

 

মানুষের জন্যই আল্লাহ নির্মাণ করে রেখেছেন বেহেশত ও দোজখ।

মানুষ যেহেতু অমর নয়, মরার পর তাকে যেতে হবে জান্নাত বা জাহান্নামে।

 

এবার আপনিই ঠিক করুন আপনি কোথায় যাবেন। ঠিক করুন, দুনিয়ার জীবনে আপনি মুসলিম থাকবেন কি থাকবেন না।

 

আবারও বলছি, যদি আপনি মুসলিম হন, ইসলাম আপনাকে মানতেই হবে। আপনি যদি সৈনিক হন অস্ত্র আপনাকে হাতে নিতেই হবে। নইলে আপনাকে দাঁড়াতে হবে মার্শাল ল কোর্টে। বুঝলেন কিছু?

 

ইসলাম পছন্দ না হলে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার।

একই সাথে মুসলমানও থাকবেন আবার ইসলামের বিরোধীতা করবেন এমন ভন্ডামীর কোন অবকাশ ইসলামে নেই। কথা কি ক্লিয়ার?

 

কী? হৃদয়ের দরজায় আমি কি টোকা দিতে পারলাম?আপনিই বলুন, এটা কি কোন কবিতা হলো?

২৩/০৪/২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.