প্রতিক্ষার নিলাভ্র প্রহর - অপ্রকাশিত কবিতাঃ ২৯১

      

কবিতা- ২৯১ : প্রতিক্ষার নিলাভ্র প্রহর

তিনি এলেন আকাশের ধূষর পর্দা ভেদ করে

তিনি এলেন বঙ্কিম ওষ্ঠের তীর্যক হাসি ছড়িয়ে

তিনি এলেন মানব জমিন আলোকিত করে।

 

চারদিকে ফুটে উঠলো হাজার হাজার সবুজ গোলাপ। আতরের ঘ্রাণে ভরে গেল বাতাসের জাজিম। পবিত্রতায় ভরে গেল ফুলশয্যার বিশাল প্রান্তর।

অনাবিল সুখদ স্বপ্নে ভরে গেল হৃদয়মন।

 

তিনি এলেন, মুচকি হাসির ঢেউ তুলে নিমিষেই হারিয়ে গেলেন।

সাথে নিয়ে গেলেন মায়াফুল।

নিয়ে গেলেন জমজমের সুপেয় জল।

নিয়ে গেলেন বরকতময় কদরের রাত।

 

চলে গেলেন দীর্ঘ প্রতিক্ষার বিরহ ছড়িয়ে। বলে গেলেন আসবেন তিনি, পূর্ণ একটি চন্দ্রবছর পার করে।

 

সেই বিরহ যাতনার নীলকষ্টে আকাশ কালো হলো। চৈত্রের দাবদাহে ফেটে চৌচির হলো হৃদয় ভূভাগ। হুদহুদ পাখির ঝাঁক ঠোঁটে করে নিয়ে গেল প্রশান্তির বৃষ্টির পেলবতা।

 

একটি বছর পর তিনি আসবেন।

আমি কি ততোদিন জীবিত থাকবো?

আবার কি দেখতে পাবো হৃদয়কাড়া তীর্যক হাসি? আবার কি ফুটবে সবুজ গোলাপ? আতরের ঘ্রাণে ভরবে বাতাস জাজিম? পবিত্রতার পাপড়ি কুসুমে ভরে যাবে ফুলশয্যার বিশাল প্রান্তর?

 

কবে আবার ফুটবে মায়াফুল?

কবে পদ্মফুল মাথা দুলিয়ে গাইবে কদর রাত্রির গান?

কবে পৃথিবীময় ছড়িয়ে পড়বে শিশিরস্নাত পূণ্য ভোর?

২২/০৪/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.