নদীর জবানবন্দি - অপ্রকাশিত কবিতাঃ ০৬৭

                                                            

কবিতা-০৬৭ : নদীর জবানবন্দি

নদীর কাছে বলি,

তোর কিরে নাই দয়া মায়া

কেমন করে এমন নিঠুর হলি।

আমায় রেখে একলা একা

গুনগুনগুন গান গেয়ে তুই

যাচ্ছিস কোথা চলি।

 

তোর কিরে নাই ক্লান্তি, ভয়

নাই কিরে রাগ, হিংসা, জয়।

 

নদীরে তুই ঘুমাস কখন

রাত্রি যে যায় চলি।

তাকিয়ে দেখ বাগানের ফুল

এখনো সব কলি।

তারপরও কি আমায় রেখে

একলা যাবি চলি?

 

ফুলটা ফুটুক, সূর্য উঠুক

একটুখানি দাঁড়া

উঠুক জেগে এই জনপদ

আবার ঘুমের পাড়া।

 

ফুলকলিরা হাসবে যখন

মানুষ ভালো বাসবে যখন

তখন দেখাস তাড়া।

দেখিস তখন কিচিরমিচির

পাখপাখালি সাড়া।

 

নদী তবু চলে

চলতে চলতে বলে

আমি শুধু চলতেই জানি,

থামতে জানি না।

খোদার হুকুম ছাড়া

কারো

হুকুম

মানি না।

 

তোমার আছে ঘুম আলস্য

ক্ষুধার অধিক জ্বালা

তোমার জন্য তোমার নিয়ম

দিলেন আল্লাহতালা।

আমি শুধু তারই হুকুম

সদা মেনে চলি।

তারই হুকুম মানতে হবে

সবাইকে তা বলি।

২৪/০২/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.