আল্লাহর গোলামেরা - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৮

   

কবিতা-৩৪৮ : আল্লাহর গোলামেরা

তোমাকে বড় দেখানোর জন্য যদি

আমাকে ছোট করতে হয়, করো।

তাতে আমার সাদা দাঁড়ি

কালো হয়ে যাবে না,

ফিরে আসবে না কৈশোরের কৌতুহলী নয়ন, কুঁচকে যাওয়া চামড়াগুলো

আর কখনো টান টান হবে না।

 

তবু সূর্য উঠবে। কলেজ গেটে দাঁড়িয়ে থাকবে

গোলাপ হাতে ভীতা হরিণী।

পৃথিবী পৃথিবীর মতই চলবে।

রোদের আদরে গলবে সাদা বরফ।

স্বৈরাচারের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে কড়িডোর।

কিন্তু কবিরা নতজানু হবে না।

 

মাথা উঁচু করেই শাহী দরবার থেকে

বেরিয়ে আসবে কবি।

মনে রাখবেন,

মোশাহেব ও চাটুকাররা কখনো কবি নয়।

বিড়াল কখনো বাঘের বাচ্চা হতে পারে না।

মেরুদন্ডহীন কেউ কবি হতে পারে না।

কাপুরুষ কখনো কবি হতে পারে না।

 

যে সব কবিরা আল্লাহর হুকুম মানে

অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবেই।

এটাই আল্লাহর হুকুম।

মালিকের নির্ধারিত নির্দেশ।

 

কবি মানে বিপ্লবের লাল ঝান্ডা।

কবি মানে উচ্চকিত নিশান।

তারাই কবি হয়, যারা

অহীর ধারাবাবিকতা বিলুপ্ত হওয়ার পর

ইলহামের শরবত পান করে জগতকে শোনায় প্রেমের গান।

 

আপনি কি করে আশা করেন আপনার হুকুম তামিল করতে গিয়ে কবিরা

আল্লাহর হুকুম অমান্য করবে?

মনে রাখবেন, কবিরা কারো দাস নয়,

তারা এক আল্লাহর গোলাম। আর

আল্লাহর গোলামেরা কখনো নতজানু হয় না।

 

১৬/০২/২০২১   ৪টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.