এসো, প্রেমান্ধ হই - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৭

  

কবিতা-৩৪৭ : এসো, প্রেমান্ধ হই

আমিই কি বুড়ো হলাম, না আমার চোখ?

ইদানিং আমি তেমন কিছুই দেখি না।

কেউ কাছে এলে বুঝতে পারি, কোন মানুষ সন্নিকটে এসেছে।

কিন্তু তার ঠোঁটের তাচ্ছিল্য নজরে আসে না।

 

জীবনে মানুষের এমনও সময় আসে,

যখন প্রেম থেকে বিযুক্ত হওয়াটাই

অধিক স্বস্তিদায়ক।

সম্ভবত আমার সে সময় এসে গেছে।

 

আসলে প্রেম বলে কিছু আছে নাকি?

স্বার্থের খেলা ছাড়া আর কিছু খেলে কি মানুষ?

চাটুকারিতাই কি প্রেম?

স্বার্থই কি সব?

 

তুমি জানো, আমি তোমার স্তুতি গাই।

কারণ তুমি প্রশংসা পছন্দ করো।

ভেবে দেখলাম, তোষামোদীই প্রেম।

আর প্রেমান্ধ হওয়া মানে

তোমার মায়াডোরে বাঁধা পড়া।

 

অতএব এসো, প্রেমান্ধ হই।

১১/০২/২০২১   ১২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.