তুমি প্রেমিক, না নিরপেক্ষ? - অপ্রকাশিত কবিতাঃ ৩৪৯

    

কবিতা-৩৪৯ : তুমি প্রেমিক, না নিরপেক্ষ?

একমাত্র ভন্ড, প্রতারক ও মিথ্যাবাদী ছাড়া

কেউ নিরপেক্ষ হতে পারে না। কিসের নিরপেক্ষতা?

তুমি আমাকে ভালবাসো না? ফুল ভালবাসো না?

অবারিত সবুজ ও চাঁদকে ভালবাসো না?

 

যদি ভালোইবাসো তবে নিরপেক্ষ রইলে কই?

আর যদি সত্যি সত্যি নিরপেক্ষ হও

তবে মিথ্যেমিথ্যি কেন বলো, আমাকে ভালবাসো?

 

মানুষ প্রেম করার জন্য জন্মেছে,

নিরপেক্ষ হওয়ার জন্য নয়।

 

যে গানকে ভালবাসে সে কি করে নিরপেক্ষ হয়?

যে সুন্দরকে ভালবাসে সে কি করে নিরপেক্ষ হয়?

যে সত্যকে ভালবাসে সে কি করে নিরপেক্ষ হয়?

 

মানুষ কি একই সাথে প্রেমিক ও নিরপেক্ষ হতে পারে? কক্ষণো নয়।

 

আমার আঙুল জড়িয়ে ধরে তুমি নিজেকে নিরপেক্ষ বলে দাবী করছো? ভন্ড, ইতর, কাপুরুষ।

তুমি মুখ ফুটে বলতে পারছো না আমাকেই ভালবাসো। তবে তুমি প্রেমিক হবে কি করে?

 

যে তার জন্মদাতাকেই স্বীকার করে না

সে মানুষ হয় কি করে?

ছাড়ো আমার হাত।

 

যে সত্যকে সত্য বলে স্বীকার করতে পারে না

সে কখনো প্রেমিক হতে পারে না।

যে সুন্দরকে সুন্দর বলে স্বীকার করতে পারে না

সে কখনো প্রেমিক হতে পারে না।

 

সে ভন্ড। সে প্রতারক। সে মিথ্যুক। সে কাপুরুষ।

আমি কোন কাপুরুষকে ভালবাসতে পারবো না।

না, না, না। যার হৃদয়ে টোকা দিলে ঢেউ ওঠে না, সে তো মৃত। কোন মরা মানুষ আমার

প্রেমিক হতে পারে না।

 

পানি সবসময় নিচের দিকে গড়ায়।

তারও একটা ধর্ম আছে। তোমার তো তাও নেই।

তুমি নিরপেক্ষ?

সত্যি সত্যি তুমি নিরপেক্ষ?

তাহলে ওর কাছে যাও।

 

দেখো, পাগলীটা কী করুণ চোখে

তাকিয়ে আছে তোমার দিকে।

যদিও জানি না, সে তোমার মত

নিরপেক্ষ কী না। নাকি আমারই মত

সেও তাঁর স্রষ্টার কাছে নতজানু হয়।

জানি না, সে প্রেমিক, না নিরপেক্ষ?

২২/০৫/২০২১   ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.