বাংলাদেশ জেগে ওঠো - অপ্রকাশিত কবিতাঃ ০৪৩

                                    

কবিতা-০৪৩ : বাংলাদেশ জেগে ওঠো

জাগো। জেগে ওঠো বাংলাদেশ।

ঘুম ভেঙে ওঠে দাঁড়াও।

গুম হওয়া আত্মারা ডাকছে তোমায়।

ডাকছে ইলিয়াস আলী, আযমী, আরমান।

ডাকছে শত শত শহীদের জীবন্ত আত্মা।

 

মিছিল নিয়ে এগিয়ে আসছে বায়ান্নর শহীদ।

পথ দেখাতে এগিয়ে এসেছে উনসত্তুরের গণআন্দোলন।

এগিয়ে এসেছে রক্তাক্ত একাত্তর।

তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছে চারদিক।

 

স্বাধীনতা চাই।

কথা বলার অধিকার চাই।

লুন্ঠনকারী পুঁজিবাদের বিনাশ চাই।

গলা চেপে ধরা সমাজবাদের বিনাশ চাই।

 

ডাকছে একাত্তরের নাম না জানা হাজারো শহীদ।

ওঠো। জাগো।

তিতুমীরের মত গর্জে ওঠো আরেকবার।

গর্জে ওঠো দুদুমিয়ার বংশধর।

দোহাই সিপাহী বিপ্লবের সিপাহীদের। দোহাই চুয়াত্তুরের দুর্ভিক্ষে নিহত লাখো বনি আদমের।

আরো একবার ইতিহাসের পাতায় নাম লেখাও।

 

শেয়ার মার্কেট লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

ডেসটিনি হলমার্ক লুটেরাদের বিরুদ্ধ রুখে দাঁড়াও।

রাষ্ট্রীয় কোষাগার লুটেরাদের বিরুদ্ধে

রুখে দাঁড়াও।

সোনার ভোল্ট লুটেরাদের বিরুদ্ধে

রুখে দাঁড়াও।

যারা আমার বোনের ইজ্জত লুটেছে

সেই ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

যারা আমার ভাইকে খুন করেছে

সেই খুনীর বিরুদ্ধে রুখে দাঁড়াও।

 

দোহাই আমার পঙ্গু ভাইয়ের।

বাংলাদেশ উঠে দাঁড়াও। জাগো।

ঐ শোন পুত্রহারা মায়ের কান্না।

শোন ভাইহারা বোনের আর্তনাদ।

বাবার অক্ষম বোবা ক্রন্দন।

কারাগারে বন্দী লক্ষ তরুনের স্বজনেরা জাগো।

মজলুমানের আত্মীয়রা  জাগো।

ভার্সিটির ছাত্র জাগো।

 

কারখানা ও গার্মেন্টসের শ্রমিকরা জাগো।

জাগো বাংলার কৃষক মজুর মেহনতি জনতা।

কারা দশটাকার পণ্য একশো টাকা করেছে, হিসাব নাও।

উন্নয়নের নামে কারা পলিমাটি পাথর বানাচ্ছে, খবর নাও।

 

আবার শ্লোগান ধরো:

নারায়ে তাকবীর আল্লাহু আকবর। স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক।

বাংলাদেশ জিন্দাবাদ।

২৪/১২/২০১৮ রাত ১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.