অহংকারের হাড্ডি - অপ্রকাশিত কবিতাঃ ০৪২

                                   

কবিতা-০৪২ : অহংকারের হাড্ডি

সামনের দিনগুলোতে কী হবে

তাই নিয়ে ভাবছো?

কেন, সব অতীত কি তোমার

ইচ্ছে পূরণ করেছে?

তাহলে?

যা ঘটার তা তো ঘটবেই।

এটাই আল্লাহর বিধান।

স্রষ্টার অমোঘ বিধান কেউ

খন্ডাতে পারে না।

 

মানুষের সাধ্য কি?

আল্লাহ যদি বলেন, হে নিঃশ্বাস

আর নয়, চলে এসো তুমি, তারপর এই তাবৎ পৃথিবীর বিনিময়ে কি তুমি একবার নিঃশ্বাস নিতে পারো? তাহলে?

 

মানুষ কি যৌবনে মরে না?

শৈশবে? তাহলে?

তুমি আগামী কাল, আগামী বছর থাকবে এই নিশ্চয়তা কে দিল তোমাকে?

তুমি যদি নাই থাকো পৃথিবীর কি হলো তাতে তোমার কি আসে যায়!

 

তুমি যা করতে পারো,

তাতো কেবল এই,

তুমি তোমার মালিকের কাছে

মিনতি করে বলতে পারো যাতে তোমার মঙ্গল ও কল্যাণ হয়।

 

প্রতিটি সকাল তাঁর।

প্রতিটি দুপুর তাঁর।

প্রতিটি বিকেল তাঁর।

প্রতিটি রাতও তাঁরই।

পৃথিবী বা আকাশমন্ডলে এমন এক ইঞ্চি জমিনও নেই যা তাঁর আয়ত্ত্বের বাইরে।

তারপরও তুমি দেমাগ দেখাবে?

গর্ব করবে?

অহংকারের হাড্ডি কামড়াবে?

কামড়াও।

০৮/১২/২০১৮  ৮টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.