কেউ কি এগিয়ে আসবে? - অপ্রকাশিত কবিতাঃ ২৭১

 

কবিতা-২৭১ : কেউ কি এগিয়ে আসবে?

যারা ধর্ষণ করার জন্য লোকালয়ে ঘুরে বেড়ায় তাদেরকে নরপশু বলা যায়।

কিন্তু তাদের পশুরও অধম বলা যায় না।

পশুর অধমতো তারা, যারা মা ও বোনের সম্ভ্রমহানির খবর পেয়েও রুখে দাঁড়ায় না।

 

মৃত মানুষের দাফন কাফন হয় কিন্তু যারা জীবিত থেকেও মৃত তাদেরকে কি করা যায়? আমি ভেবে পাই না, সমাজে এখন পশু বেশী, না পশুর অধম।

 

চারদিকে অন্যায়ের সয়লাব বয়ে যাচ্ছে।

যুবকরা অন্যায় দেখেও রুখে দাঁড়ায় না, তাদেরকে পশু নয়, বলতে হবে পশুরও অধম।

 

বাড়িতে আগুন লেগেছে।

কে তোমাদের বলে দেবে আগুন নেভাও?

 

পশুকে আঘাত দিলে সেও রুখে দাঁড়ায়। তুমি ডাকাত দেখে পালিয়ে যাও।

তোমার ঘর লুন্ঠিত হয়। তুমি দূরে দাঁড়িয়ে দেখো এরপর লুন্ঠনকারীরা কি করে।

 

দিন দিন বাড়ছে অনাথ, এতীম ও নিরন্ন মানুষের হাহাকার। মধ্যবিত্তরা নুন মরিচের অর্থ জোগাড় করতে পারছে না।

এই নপুংসক রাজনীতিবিদদের দিয়ে কি হবে?

 

দাজ্জাল চুষে খাচ্ছে আমাদের রক্ত ও ঘাম।

আর কত সহ্য করবো?

আমাদের দরকার একজন ডা. মিলন, একজন নূর হোসেন, একজন বিপ্লবী আসাদ, একজন শহীদ আবদুল মালেক।

 

দরকার প্রচন্ড কালবৈশাখী।

দরকার জালিমের গদী তছনছ করে

দেয়ার মত টর্নেডো। দরকার মৃত আত্মার বদলে কিছু সাহসী যুবক।

 

কেউ কি এগিয়ে আসবে নিজের ঘর বাঁচাতে?

২৬/০৩/২০২৩-বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.