মুক্তির ময়দানে - অপ্রকাশিত কবিতাঃ ২৭২

  

কবিতা-২৭২ : মুক্তির ময়দানে

আমরা শুদ্ধতার কথা বলি। কোথায় শুদ্ধতা?

না, এভাবে হবে না। পাড়ায়, মহল্লায় বেরিকেড গড়ে তোল। গণ আদালত বসাও। দুর্বৃত্তদের দাঁড় করাও আসামীর কাঠ গড়ায়।

 

ধর্ষকদের বিচার করবে ধর্ষিতারা।রিলিফ চোরদের বিচার করবে বঞ্চিতজন। সুদখোরদের বেঁধে রাখো বৃক্ষের সাথে। জনগণ দেখুক কারা গরীবকে চুষে খায়।

 

ঘুষদাতা ও ঘুষখোর উভয়কে পাঠাও জনতার আদালতে। সমাজ থেকে উৎকোচ বন্ধ করে দাও। চাকরি দেয়ার নাম করে যারা টাকা দাবী করে তাদের টাকার বদলে দাও বেত্রাঘাত।

 

আমরা ইনসাফ চাই।

চাই সততা ও ন্যায়পরায়ণতা।

দুর্নীতির মূল উপড়ে ফেলে সমাজকে শুদ্ধ করতে চাই। এসো, হাতে হাত রাখো।

 

আওয়ামী জাহেলিয়াতকে নির্মূল করে

ভোরের সূর্যোদয় ঘটাবো আমরা।

না, কোন আপোস নয়। অন্যায়ের সাথে ন্যায়ের কখনো আপোস হয় না।

যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ।

 

যেখানে অসুন্দর সেখানেই সুন্দরের জ্বালতে হবে প্রোজ্জ্বল আলো।

যেখানে অবিচার সেখানেই বানাতে হবে সুবিচারের পুষ্পোদ্যান। অসহায় বঞ্চিত মানবতার জয় অনিবার্য।

 

আসুন, কাঁধে কাঁধ হাতে হাত রেখে এগিয়ে যাই মুক্তির ময়দানে।

২৬/০৩/২০২৩ - বাদ আছর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.