কবির আর্তি - অপ্রকাশিত কবিতাঃ ০১৬

          

কবিতা-০১৬ : কবির আর্তি

হে মাবুদ, তুমিতো সর্বশক্তিমান।

বান্দার এমন কোন ইচ্ছা নেই,

যা তুমি পূরণ করতে পারো না।

আমি তোমার এক নগন্য অধম বান্দা, ছোট্ট একটি আর্জি নিয়ে তোমার শাহী দরবারে হাজির হয়েছি।

তুমি আমার প্রার্থনা কবুল করো মাবুদ।

 

মাওলা, আমাকে তুমি আর অন্তত একটি কবিতা লেখার সুযোগ ও ক্ষমতা দাও।

যে কবিতা পড়লে তোমার হাবীব মোহাম্মদ সা.কে হত্যা করতে এসে তাঁর পায়ে লুটিয়ে পড়ে মুসলমান হয়ে যায় বীর ওমর।

যে কবিতা পড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং অপরাজিত সেনাপতি বলে মশহুর খালিদ বিন ওলীদের মত সেনাপতি জন্ম দিতে পারে কোন মা।

যে কবিতা শুনে তোমার হাবীব মৃত্যুদন্ডপ্রাপ্ত কবির মৃত্যু মওকুফ করে তাঁকে বুকে জড়িয়ে ধরেন গভীর আবেগে।

যে কবিতা শুনে আপন গায়ের চাদর খুলে আনন্দে নবী তা পরিয়ে দেন কবির শরীরে।

 

মাবুদ, আমাকে এমন কবিতা লেখার শক্তি দাও, যে কবিতা শোনার জন্য তোমার প্রিয়তম হাবীব মসজিদে নববীতে নিজের মিম্বরের পাশে কবির জন্য আলাদা মিম্বর বানিয়ে দিতে উৎসাহ পেয়েছিলেন। আর বলেছিলেন, হে হাসসান, তোমার জন্য পরকালে রয়েছে নিশ্চিত জান্নাত।

 

হে মাবুদ মওলা, আমাকে এমন একটা কবিতা লেখার তওফীক দাও, যা পড়লে আবার নির্যাতীত বিশ্বমুসলিম উঠে দাঁড়াতে পারে।

আর আরবের হিংসাতুর বর্বর মানুষগুলো যেভাবে হয়ে উঠতে পেরেছিল নির্ভেজাল প্রেমিক,

বিশ্বময় সব মানুষের মনে সে প্রেম ছড়িয়ে পড়ে।

 

হে মাবুদ, এক কবির করুণ আর্তি তুমি কবুল করো। কবুল করো মাওলা।

১১/১০/২০১৭

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.