তুমি কাছে না থাকলে - অপ্রকাশিত কবিতাঃ ০৯৬

                                                                             

কবিতা-০৯৬ : তুমি কাছে না থাকলে

তুমি কাছে না থাকলে

তুমি কাছে না থাকলে কিছুই  ভাল লাগে না আমার।

মন চায় সারাক্ষণ পাশাপাশি থাকি।

যেখানেই বেড়াতে যাই তোমাকে সঙ্গে রাখি।

হাতে রাখি হাত।

তুমি কাছে থাকলেই

নির্ভয়ে পাড়ি দিতে পারি আমি

আজদাহা ভয়াল কালো রাত।

 

তুমি কাছে না থাকলে

তুমি কাছে না থাকলে কিছুই  ভাল লাগে না আমার।

মন চায় চন্দ্রালু রাতে

দুজন নদী পাড়ে বসে গল্প করি।

কথা বলি লিলুয়া বাতাসের সাথে।

দূর থেকে চাঁদ হাসে

বলে, নেবে নাকি তারাফুল?

এ তোমার প্রভুর দান।

পৃথিবীর সব প্রেমিকরাই যেন প্রেমিকার খোঁপায় দিতে পারে পুষ্পের মালা,

সে জন্য আল্লাহর হুকুমে এ বাগান গড়েছি আমি।

তারাফুল সহজে শুকায় না।

আকাশ দীঘিভরা এ ফুল কমে না কখনো।

এ তারাফুল সারারাত ভালবাসার

গান শোনায় প্রেমিকার কানে।

পৃথিবীতে পাঠিয়ে দেয় জোসনার সৌরভ।

মেয়েদের কখনো গায়ে হলুদ দিতে দেখেছো?

সেই হলুদে মাখানো থাকে জোসনার আলো।

তারাফুলের হাসি মেয়েদের খুব পছন্দ।

দেখো না সেই হাসি ওদের ঠোঁটে কেমন ঝুলিয়ে রাখে।

নইলে কি হাসি কখনো এতো সুন্দর হয়?

 

দেখো না কত ফুল ফুটে আছে আকাশ দীঘির ঘননীল জলে।

জানো, ওরা কী বলে?

বলে, হে সুন্দর!

কত না অনন্য তোমার এ পুষ্পিত রাত।

যদি তুমি এ রাত না দিতে!

যদি না দিতে তারাফুল!

যদি না দিতে আকাশের চাঁদ!

চাঁদের কোমল আলো,

তবে কোথায় পেতো দুনিয়াবাসী

ভালবাসার স্বাদ?

 

ভালোবাসা!

হ্যাঁ, এ পৃথিবী তো তোমারই ভালোবাসার ফসল।

আমাদের অন্তর জুড়ে যে ভালোবাসাটুকু আছে,

সেওতো তোমারই দয়া প্রভু।

 

তুমি কাছে না থাকলে

তুমি কাছে না থাকলে কিছুই ভাল লাগে না আমার।

নদীর যেমন ভাল লাগে না পানি না থাকলে

তেমনি আমারও ভাল লাগে না তুমি না থাকলে।

মন চায় তোমাকে নিয়ে

মন চায় তোমাকে নিয়ে আমি ঘুরে দেখি পাহাড়, নদী।

সাগরের ফেনা, ঝর্ণার চাপল্য ও কটাক্ষের বান।

জানি, তোমার এ প্রেম তাও স্রষ্টার দান।

তোমাকে কাছে পাওয়ার এ আকাঙ্খাটুকু, সেও তাঁরই অবদান।

১৮ /০৫/২০২০ ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.