শবেকদরের আর্তি - অপ্রকাশিত কবিতাঃ ০৯৮

                                                                             

কবিতা-০৯৮ : শবেকদরের আর্তি

কোথায় যেন ঝড় হচ্ছে।

আমি শুনতে পাচ্ছি ঝড়ের ক্রমাগত বিলাপধ্বনি।হু হু কান্নার আওয়াজ।

কোথাও কি কারো পাঁজর ভাঙলো?

নাকি এ বৃক্ষের ডাল ভাঙার শব্দ!

 

একি জলোচ্ছাসের নিদারুণ কল্লোল?

কারো নিঃশ্বাসের ক্রমাগত গোঙানি?

এটা কি বাতাসের হু হু আওয়াজ?

 

আমি এখন কোথায়?

আমি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম

এবাদতখানায় যাবো বলে।

তবে কি এটাই এবাদতখানা?

 

আমার চোখ খুলে গেল।

তাকিয়ে দেখলাম, এখানে কোন ঝড় হচ্ছে না।

আমি যা শুনতে পাচ্ছি তা মানব হৃদয়ের করুণ আহাজারী।

অপরাধী গোলামদের অনুশোচনার আর্তি।

 

আজ শবেকদর।

মসজিদ ভরা মুসুল্লিরা কাঁদছে।

জীবনভর কৃত সীমাহীন পাপের ভয়ে কাঁদছে তারা।

 

এ কান্না তওবার কান্না।

মহাপরাক্রমশালী প্রভুর নিষধাজ্ঞা অমান্য করার ভয়ে ভীত মানুষের কান্না।

হে আল্লাহ, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও।

কখনো জেনে, কখনো না জেনে ভুল করেছি, ক্ষমা করে দাও।

ভুলে ভুলে আমাদের জীবন ভরা, ক্ষমা করে দাও।

প্রভু, আমাদের ভুলের কোন সীমা নাই, তুমি ক্ষমা করে দাও।

তুমি আমাদেরকে তোমার খলিফা বানিয়েছিলে, আমরা তার মর্যাদা রক্ষা করতে পারিনি, ক্ষমা করে দাও।

 

দেখো, আমাদের চোখগুলোর দিকে তাকিয়ে দেখো।

আমাদের অনুতপ্ত অন্তরগুলোর দিকে তাকিয়ে দেখো।

তুমি ছাড়া আমাদের কেউ নাই, কিছু নাই।

কদরের রাতের উসিলায় তুমি আমাদের ক্ষমা করো।

হাজার মাসের চাইতে সেরা রাতের উসিলায় ক্ষমা করো।

 

না, এখানে কোন ঝড় হচ্ছে না।

এ তোমার মুমীন বান্দাদের বিলাপের ধ্বনি।

আমাদের চোখের অশ্রুতে ধুয়ে দাও আমাদের হৃদয়।

আমাদের মনগুলো হয়ে উঠুক বৃষ্টিধোয়া প্রফুল্ল কানন।

চিত্তগুলো আবে জমজমের পানিতে ধোয়া পবিত্র জায়নামাজ।

কাবার গিলাফের মত পাপহীন করে দাও এ বিনয়ী শরীর।

প্রভু, ক্ষমা করে দাও আমাদের।

ক্ষমা করো,ক্ষমা করো।

১৯/০৫/২০২০ ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.