করোনা রহস্য - অপ্রকাশিত কবিতাঃ ০৯৭

                                                                             

কবিতা-০৯৭ : করোনা রহস্য

যতোই হৃদয়ের জানালা খুলি ততোই

বিস্ময়ে আমি হতবাক হয়ে যাই।

আমার চোখের সামনে একে একে উন্মুক্ত হতে থাকে রহস্যের দরোজার পর দরোজা।

আমি অপলক তাকিয়ে দেখি তোমার অদ্ভুত বুনন কৌশল। বুঝতে পারি কিছুই তুমি অনর্থক সৃষ্টি করোনি।

 

না, এমনি এমনি কিছুই করো না তুমি। নিশ্চয়ই করোনার পিছনেও ছিল তোমার মহাপরিকল্পনা। বিশ্বের তাবৎ সম্রাট, রাজা, মহারাজা, দাম্ভিক শাসকদের জানিয়ে দিলে, সার্বভৌম ক্ষমতার মালিক কে?

এখন পৃথিবীবাসী জানে, একটা পিঁপড়ে মারার ক্ষমতাও মানুষের নাই।

অথচ এসব নাদানরাই মানুষকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চ বানায়।

অস্ত্র বানায়। আর বিশ্বকে বলে, দেখো আমার ক্ষমতা।

 

পারমানবিক অস্ত্রের অহমিকায় বিশ্বের ছোট ছোট রাষ্ট্রগুলোকে কারা ভয় দেখায়, আমি কি জানি না?

কারা মুসলিম বিশ্বের শাসকদের খোদা হয়ে বসে থাকে, আমি কি জানি না?

জানি, আমি সব জানি।

 

হে জালিম শাসকরা, শোন।

তোমরা যে বনি আদমের ওপর কি জুলুম করেছো আমি কি তা দেখিনি?

দেখিনি চীনে কি হয়েছে, ফ্রান্স ও স্পেনে কি হয়েছে?

আমি কি শুনিনি সিরিয়ায় মানবতার কান্না?

আমি কি জানি না, দেশে দেশে, কারান্তরালে আদম জাতের ওপর কি পৈশাচিক আচরণ করা হয়? কাশ্মীরের জনগণ কি দোষ করেছিল?

কেন তাদের ওপর মৃত্যু ঢেলে দিচ্ছো?

আমি এসব অসহায় বনি আদমের স্রষ্টা।

এসব দেখলে আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু কিছু বলি না। দেখি, তোমরা কতটুকু অমানুষ হতে পারো।

শোনো, এতো নির্যাতনের পরও যারা লুকিয়ে নামাজ পড়ে আমি কি তাদের পাশে দাড়াবো না?

যারা সামান্য ইফতার ও সেহরী ছাড়াই রোজা রাখে আমি কি তাদের পাশে দাড়াবো না?

যারা চিৎকার করে বলছে, হে প্রভু তোমার সাহায্য পাঠাও, বাঁচাও আমাদের, আমি কি তাদের ডাকে সাড়া দেবো না?

 

হে অনন্ত রহস্যের আধার,

করোনা আমাদের জানিয়ে দিল তোমার ক্ষমতা।

লকডাউন জানিয়ে দিল অন্তরীনের ক্ষতি ও জ্বালা।

গুড়িয়ে দিলো মিথ্যা দাম্ভিকদের দম্ভ।

 

হায়, তবু যদি বুঝতো মানুষ!

যদি উঠে আসতো পাপের সমুদ্র থেকে!

পুঁজির দালালগুলো যদি মানুষ হতো!

১৯/০৫/২০২০ ২:৪০মি

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.