জটিল ভাবনা - অপ্রকাশিত কবিতাঃ ২৭৯

   

কবিতা-২৭৯ : জটিল ভাবনা

এবার ফলন ভালো হয়নি।

ভালো হওয়ার কথাও নয়।

আমার গাড়ির চালককে বলেছিলাম,

এ বছর তুই জমি চাষ করবি।

চাষীকে বলেছিলাম, এখন থেকে

আমার গাড়ি চালাবি তুই।

 

ফলে, যা হওয়ার তাই হয়েছে।

গাড়ি চালাতে গিয়ে চাষী এক্সিডেন্ট করে আমার গাড়িটার বারোটা বাজিয়েছে। মেরামত করতে গিয়ে গচ্ছা দিয়েছি অঢেল টাকা।

আর গাড়ি চালকের কথা?

আগেই শুনেছেন, ফলন ভাল হয়নি।

 

শুনেছি, আমার দাদাও এরকম ভুল করেছিল। মাঝিকে দিয়েছিল রাখালের কাজ আর রাখালকে নৌকা বাইতে। ডুবন্ত নৌকা নাকি আর উদ্ধার করা যায়নি।

 

বাবা অবশ্য এ ভুল করেননি।

তিনি দোকানের ম্যানেজারকে ছাটাই করেছিলেন ঠিকই। কিন্তু নতুন ম্যানেজার বানিয়েছিলেন নিজের ভাতিজাকে।

 

ক্যাশে অবশ্য বাবাই বসতেন।

দোকানও ভালই চলছিল।

কিন্তু বাবা স্ট্রোক করে যখন হসপিটালে সে সময় কি যে হলো, ব্যাংকে বন্ধক দিতে হলো দোকান।

 

আমার বয়স হয়েছে। এবার অবসরে যেতে চাচ্ছি। ভাবছি, কার হাতে দেবো ব্যবসার ভার। কোন অভিজ্ঞ ও বিশ্বস্ত কাউকে কি পাবো?

নাকি বন্ধু আসলামকেই দেবো এ দুর্বহ ভার?

২৮/০৩/২০২৩ - বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.