অনাবিল পুষ্পোদ্যান - অপ্রকাশিত কবিতাঃ ২৭৮

   

কবিতা-২৭৮ : অনাবিল পুষ্পোদ্যান

একজন কবি যখন চোখ বন্ধ করে রাখে তখন খুব কষ্ট হয়।

কবি যদি চোখ বন্ধ করে রাখে কে কাটবে জ্যোস্নায় সাঁতার?

কে বিলাবে জুঁই ফুলের পুলকিত সৌরভ?

কে ছড়াবে প্রিয়জনের স্পর্শের মত শিহরমাখা পরাগ?

 

তুমি কি দেখো না সমাজের কুৎসিত ঘৃণ্য রূপ? দেখো না হাজারো অনাচার?

মানুষের বর্বরতার নির্লজ্জ অন্ধকার?

মানবতার অসহ্য নিষ্পেষণ?

 

এতো আবর্জনা ও ময়লার দুর্গন্ধ না সরালে কিভাবে মানুষ পাবে হাস্নাহেনার সুমিষ্ট সুবাস?

কে দেখাবে গোলাপের প্রাণমাতানো রূপ?

জ্যোস্নার মাখন আলোতে কে বানাবে ঝিকিমিকি পিঠা?

 

কবি, আতর বিলানোর আগে ময়লা সরাও। কদর্যতাকে পুড়িয়ে দাও তোমার শব্দের অনলে।

তোমার ছন্দের টর্নেডো অসুন্দরকে ডুবিয়ে দিক সাগরের নীল জলে।

তোমার উপমার মিসাইল কুৎসিত আত্মাগুলোকে ফাটা বেলুন বানিয়ে দিক।

 

তোমার অন্তমিল বুলেটের মত বিদ্ধ করুক জালিম হৃদয়। প্লিজ, তোমার হৃদয়রানীকে রাস্তায় এনে উলঙ্গ করো না।

মানুষের কামনায় আর ঘি ঢেলো না কবি।

 

এবার রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে।

অসততার বিরুদ্ধে গর্জে উঠুক তোমার কলম।

অসুন্দরকে মাটিচাপা দিতে কলমকে বানাও ধারালো কোদাল।

এসো, একটি গোলাপের জন্য যুথবদ্ধ হই সকলে।

নেমে পড়ি অনিবার্য লড়াইয়ের ময়দানে।

গড়ে তুলি এক অনাবিল পুষ্পোদ্যান।

২৭/০৩/২০২৩ - বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.