কালবৈশাখী আয় - অপ্রকাশিত কবিতাঃ ২৮৯

     

কবিতা-২৮৯ : কালবৈশাখী আয়

আয়রে আয় কালবৈশেখী আয়রে ছুটে আয়

স্বৈরাচারের ভিত্তিভূমি উড়ুক ঈশাণ বায়।

 

গরীবের হক যারা মেরে খায়

তারা যেন উড়ে যায় এই ঝঞ্ঝায়

মজলুম ডাকে তোরে, আয় ওরে আয়।

 

আয় আয় আয়রে ছুটে কালবৈশাখী আয়

স্বৈরাচারের ভিত্তিভূমি উড়ুক ঈশাণ বায়।

 

লুটেরা দল লুট করছে, গরীব মারা যায়

রাঘব বোয়াল পড়ছে ধরা রিলিফ চুরির দায়

নে উড়িয়ে যারা আজো সুদ, ঘুষ দেদার খায়।

 

আয়রে আয় কালবৈশেখী আয়রে ছুটে আয়

স্বৈরাচারের ভিত্তিভূমি উড়ুক ঈশাণ বায়।

১৮/০৪/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.